ঈদের সিনেমায় দর্শক বাড়ছে

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত 'তাণ্ডব' সিনেমা ঝড় তুলেছে। তারকাবহুল 'তাণ্ডব' সিনেমায় নায়ক হিসেবে আছেন শাকিব খান। অন্যদিকে জাহিদ হাসানের 'উৎসব' সিনেমা নিয়ে দর্শকদের রয়েছে বাড়তি আগ্রহ। শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের 'ইনসাফ'ও আছে আলোচনায়। বাকি অন্য সিনেমাগুলোর মধ্যে নারীপ্রধান চরিত্রের গল্পের সিনেমা হিসেবে দর্শকরা পছন্দ করছেন বাঁধনের 'এশা মার্ডার'। তালিকায় আছে আরিফিন শুভর 'নীলচক্র' সিনেমাও।

ঈদের সিনেমা মুক্তির ১৪তম দিন আজ শনিবার। দর্শকরা ঈদের সিনেমা দেখছেন। কোনো কোনো সিনেমা নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ কাজ করছে।

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শাকিব খান অভিনীত 'তাণ্ডব' মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক হলে। বরাবর তার সিনেমা বেশি হল পেয়ে থাকে। এবারও তাই হয়েছে। 'তাণ্ডব' ঝড় এখনো বইছে। শুধু রাজধানীতে নয়, এর বাইরেও দর্শকরা সিনেমাটি দেখছেন। 'তাণ্ডব' পরিচালনা করেছেন রায়হান রাফী।

বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ২ সিনেমা
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, মুক্তির এতদিন পরে এসেও দর্শকদের আগ্রহ রয়ে গেছে এবং বেশ ভালোভাবেই চলছে। আশা করছি আরও কয়েক সপ্তাহ এই আগ্রহ থাকবে।

শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

পরিবার ছাড়া দেখা নিষেধ—এই স্লোগান নিয়ে ঈদে মুক্তি পেয়েছে 'উৎসব' সিনেমা। পরিচালনা করেছেন তানিম নূর। দিন যত যাচ্ছে, সিনেমাটির দর্শকও তত বাড়ছে। পরিবার নিয়ে সিনেমা দেখার একটা ঐতিহ্য এদেশে ছিল একটা সময়। কেউ কেউ বলছেন, সেই ঐতিহ্যই ফিরিয়ে নিয়ে এসেছে এই সিনেমাটি।

তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান। ডেইলি স্টারকে তিনি বলেন, অসুস্থ থাকায় ঈদের সময় হলে যেতে পারিনি। কিন্তু এরপর যাওয়ার সুযোগ হয়েছে। দর্শকদের আগ্রহের কথা শুনে মন ভরে গেছে। দর্শকরা আসলে গল্প চায়।

আজমেরী হক বাঁধন অভিনীত এবং সানী সানোয়ার পরিচালিত 'এশা মার্ডার' মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি মূলত নারীপ্রধান গল্পের। এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তিনি ডেইলি স্টারকে বলেন, যত দিন যাচ্ছে ততই এই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। কৃতজ্ঞতা জানাই দর্শকদের প্রতি।

Zahid Hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

বিরতির পর এবারের ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত 'ইনসাফ' সিনেমা। তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 'ইনসাফ' বেশ ভালো চলছে। হল পাওয়ার দিক থেকেও 'তাণ্ডব' সিনেমার পরেই আছে 'ইনসাফ'।

ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

'ইনসাফ' সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ইনসাফ ভালো দর্শক পেয়েছে। আশা করছি দর্শক আরও বাড়বে।

আরিফিন শুভ
আরিফিন শুভ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহেও প্রদর্শিত হচ্ছে। তার বিপরীতে অভিনয় করেছন মন্দিরা চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago