আজ থেকে বিনামূল্যে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
ছবি: সংগৃহীত

কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ আজ থেকে ইউটিউবে দেখা যাবে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে এ নাটক।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, 'এই সিরিজটি ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে চাচ্ছেন ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মসে ছয় লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে। এতে বোঝা যায় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কতটা আগ্রহী। তাদের জন্য আমার ভালোবাসা।'

ইউটিউব ছাড়া আজ ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা এই নাটক দেখতে পাবেন। এছাড়া ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago