জন্মদিনে কী করবেন পূর্ণিমা

পূর্ণিমা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের অন্যতম পূর্ণিমা। আজ ১১ জুলাই পূর্ণিমার জন্মদিন।  

'এ জীবন তোমার আমার' সিনেমা দিয়ে ১৯৯৮ সালে রূপালি পর্দায় অভিষেক হয় এই নায়িকার। পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 

এরপর কেবলই পূর্ণিমার সামনে এগিয়ে যাওয়ার গল্প। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক সিনেমা পূর্ণিমার। তার অভিনীত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার 'মনের মাঝে তুমি' সিনেমাটি সুপারডুপার হিট হয়। নায়িকা হিসেবে তাকে ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা এনে দেয় সিনেমাটি। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ।

'হৃদয়ের কথা' পূর্ণিমার অভিনীত আরেকটি সফল সিনেমা। এস এ হক অলিক পরিচালিত 'হৃদয়ের কথা' সিনেমায় নায়ক ছিলেন রিয়াজ। এই সিনেমার গানগুলোও বেশ জনপ্রিয়তা পায়। একই পরিচালকের 'আকাশ ছোঁয়া ভালোবাসা' সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা।

নায়িকা হিসেবে পূর্ণিমা অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। শুধু রিয়াজের বিপরীতে ২৫টি সিনেমায় জুটি হয়েছেন তিনি। এছাড়া, নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছেন, শাকিব খান, ফেরদৌসসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

বাণিজ্যিক সিনেমা যেমন করেছেন, তেমনি সামাজিক গল্প ও সাহিত্যনির্ভর গল্পের সিনেমাও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শুভা' গল্প অবলম্বনে একই নামে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাকপ্রতিবন্ধী 'শুভা' চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পূর্ণিমা। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান।

পূর্ণিমা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 'মেঘের পরে মেঘ' অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধ গল্পনির্ভর এ সিনেমায় পূর্ণিমা অভিনয় করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্প অবলম্বনে নির্মিত সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।

নায়ক মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র 'পিতা মাতার আমানত' সিনেমার নায়িকাও ছিলেন পূর্ণিমা।

সিনেমা কমিয়ে দিয়ে একসময় শুরু করেন উপস্থাপনা ও নাটকে অভিনয়। জাহিদ হাসান পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক 'লাল নীল বেগুনী'তে অভিনয় করে বেশ সাড়া পান। উপস্থাপক হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

জনপ্রিয় এই চিত্রনায়িকার জন্ম চট্টগ্রামে পৈত্রিক বাড়িতে। বেড়ে ওঠা ঢাকায়। বাড়িতে তার নাম ছিল দিলারা হানিফ। বর্তমানে স্বামী ও সন্তানের সঙ্গে ঢাকাতেই থাকেন। 

পূর্ণিমা। ছবি: শেখ মেহেদী মোরশেদ

এ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন, জানতে চাইলে পূর্ণিমা দ্য ডেইলি স্টারকে গতকাল বৃহস্পতিবার বলেন, 'বড় কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই থাকব। রাজধানীর আশপাশে কোথাও যাব। নিজেদের মতো করে সময় কাটাব।' 

বিশেষ দিনে মানুষের ভালোবাসা পাওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'বিশেষ দিনে দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়া যায়, এটাই স্বাভাবিক। ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে। এটা অন্যরকম অনুভূতি।'

'দেখুন, সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সবকিছু মিলিয়েই জীবন। সবকিছু নিয়েই ভালো আছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

6h ago