সাগর-রুনির ঘটনা নিয়ে করা সিনেমার শুটিং ভয়ে শুরু করেছিলাম: তানজিকা আমিন

ছবি: শেখ মেহেদী মোরশেদ

২১ বছর ধরে শোবিজে কাজ করছেন তানজিকা আমিন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক কাজ করেছেন। পেয়েছেন দর্শক পরিচিতি। চলতি সময়েও নতুন ধারাবাহিকের শুটিং করছেন। এ ছাড়া, নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তানজিকা আমিন।

তৌকীর আহমেদের পরিচালনায় 'ধূসর প্রজাপতি' নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছেন তানজিকা আমিন। সম্প্রতি গাজীপুর জেলার নক্ষত্রবাড়িতে শুটিং হয়েছে। তিনি বলেন, তৌকীর ভাই খুব বড় মাপের পরিচালক। তার পরিচালনায় বেশ কাজ করেছি। এক ঘণ্টার নাটক যেমন করেছি, রূপালি জোছনা নামে একটি ধারাবাহিকের কাজও করেছি। এবার করছি 'ধূসর প্রজাপতি'।

'ধূসর প্রজাপতি' নাটকে দর্শকরা আপনাকে কীভাবে দেখবেন, জানতে চাইলে তানজিকা বলেন, এই নাটকে আমার চরিত্রটি অন্যরকম, একটু ব্যতিক্রমী। এমন চরিত্র আগে করিনি। কিছুটা সাইকো টাইপের। স্বামীর সঙ্গে ঝামেলা হয়। দুইটা বাচ্চা মারা গেছে। এটা নিয়ে স্বামীকে সন্দেহ করি। একটা সময় স্থান হয় পাগলা গারদে।

অন্যদিকে 'হাবুর স্কলারশিপ' নামে একটি বড় ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এই নাটকের শুটিংও করছেন তিনি। পরিচালনা করছেন আল হাজেন। তানজিকা আমিন বলেন, 'হাবুর স্কলারশিপ' দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। এই নাটকের প্রথম শুটিং করেছিলাম অস্ট্রেলিয়ায়। এরপর শুটিং করি লন্ডনে। দর্শকপ্রিয়তা বাড়ার পর পর্বও বাড়তে থাকে।

এই নাটক সম্পর্কে তিনি আরও বলেন, এখানে বড় লোকের মেয়ের চরিত্রে অভিনয় করছি। নাটকটিকে আশির দশকের সময়ের কিছুটা ছোঁয়া আছে।

ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

অনেক চরিত্রে অভিনয় করছেন। তারপরও কী ধরনের চাওয়া কাজ করে, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, যে চরিত্রটি করছি, সেটিই কিন্তু নতুন। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। তৌকীর ভাইয়ের 'ধূসর প্রজাপতি' নাটকের চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। তারপরও ভিন্ন ভিন্ন চরিত্রই চাওয়া। সবসময় চাই নতুন চরিত্র, নতুন গল্প।

২১ বছরের ক্যারিয়ারে কী পেলেন, জানতে চাইলে তানজিকা আমিন বলেন, অনেক কিছু পেয়েছি। মিডিয়া অনেক দিয়েছে, কিছুই কেড়ে নেয়নি। এটাই বড় কথা। শুরু থেকে আজ পর্যন্ত সাংবাদিক ভাইয়েরা পাশে ছিলেন। সবার সহযোগিতা পেয়েছি। কোনো স্ক্যান্ডাল হয়নি। ঝামেলা হয়নি। ইতিবাচকভাবে কাজ করছি। এসবই পাওয়া।

এদিকে, তানজিকা আমিন অভিনীত 'অমীমাংসিত' সিনেমাটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন পেয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এই সিনেমা সম্পর্কে তানজিকা বলেন, পরিচালকের কাজ থেকে যখন প্রস্তাব আসে, তখন কিছুটা অবাক হই। কেননা, এটি সাগর-রুনির গল্প নিয়ে সিনেমা। তারপর তো শুটিং করলাম। ভয় নিয়ে শুটিং শুরু করি।

'রুনির চরিত্রে অভিনয় করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। শুটিং করার সময় মন খারাপ হয়েছে। মার্ডারের দৃশ্য করার সময় খারাপ লেগেছে। মেঘের জন্য খারাপ লেগেছে। দুঃখ ভরা মন নিয়ে শুটিং করেছি', বলেন তিনি।

তানজিকা আমিনের স্বামী বসবাস করেন সিডনিতে। তিনিও সিডনি চলে যাবেন কি না, জানতে চাইলে বলেন, আসা-যাওয়ার মধ্যে থাকব। অভিনয় ভালোবাসি। অভিনয়ের প্রতি এই ভালোবাসা থাকবে।

নতুন সিনেমার কথা চলছে বলেও জানান এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English
Dhaka traffic jam Jamaat rally 2025

Dhaka choked by gridlock as thousands head to Jamaat’s rally

Around 10,000 Jamaat volunteers were deployed to manage the crowd and coordinate traffic flow, particularly around Shahbagh

54m ago