রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয়ের অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার গল্প ও উপন্যাস নিয়ে অসংখ্য নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। তার গল্পের নায়িকা হওয়ার স্বপ্ন অনেক অভিনেত্রীর রয়েছে। ইতোমধ্যে অনেকেই অভিনয় করেছেনও।

চার নায়িকা রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করার অনুভূতি শেয়ার করেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

পূর্ণিমা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

দর্শকপ্রিয় চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়েছেন এবং বেশ প্রশংসা লাভ করেছেন। 'সুভা' একটি বিখ্যাত গল্প। রবি ঠাকুরের গল্পের নায়িকা সুভা বোবা, কথা বলতে পারে না। রূপালি পর্দায় তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। সুভা মুক্তির পর দর্শকমহলে প্রশংসা কুড়ায়। সেই সঙ্গে পূর্ণিমাও সবার দৃষ্টি কাড়েন।

তিনি বলেন, অন্য সবার মতো আমারও ইচ্ছে ছিল রবি ঠাকুর গল্পের নায়িকা হওয়ার। আমিও চাইতাম বিখ্যাত এই কবির সৃষ্টিতে কাজ করব। সেভাবেই একদিন কাজ করিও। তারপর সুভা যখন মুক্তি পেল, চারদিক থেকে বহু মানুষ আমাকে প্রশংসায় ভাসালেন। এই ভালো লাগা আসলে অনেকদিন থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্প নিয়ে নির্মিত সিনেমায় চন্দরা চরিত্রেও অভিনয় করেছেন ঢালিউড নায়িকা পূর্ণিমা।

সুমাইয়া শিমু। ছবি: স্টার

সুমাইয়া শিমু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নির্মিত অনেক নাটকে অভিনয় করেছেন। পর্দায় তিনি রবীন্দ্রনাথের নায়িকা হয়েছেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে অনেক নাটক করেছি। অনেক নাটক দর্শকপ্রিয় হয়েছে। সবশেষ আমি ও মোশাররফ করিম একটি নাটকে অভিনয় করেছি। এই নাটকের নাম 'দর্পহরণ'। সত্যি কথা বলতে এরকম একজন নন্দিত কবি ও লেখকের সৃষ্টি নিয়ে কার না কাজ করতে ইচ্ছে করে? আমারও স্বপ্ন ছিল। আমিও করেছি। সবসময় ভাবতাম তার সৃষ্টিতে কাজ করব। তারপর এক এক করে স্বপ্নগুলো পূরণ হয়েছে। বড় কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো সবার পরিচিত। বহু পাঠক পড়েছেন। পাঠক নন্দিত হয়েছে। সেজন্য অভিনয় করার সময় চ্যালেঞ্জিংও মনে হতো। কাজটি নিখুঁতভাবে করতে পারছি কি না, বারবার তা মনে হতো। সেভাবেই কাজটি করার চেষ্টা করতাম। অভিনেত্রী হিসেবে দারুণ ভালো লাগা কাজ করেছে কাজগুলো করে।

মৌটুসী বিশ্বাস। ছবি: স্টার

মৌটুসী বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। একাধিক কাজ করেছেন তার গল্পে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নাটক করার সময় একটি ভাবনা কাজ করে। উচ্চারণ অন্যরকম, কথা বলার আলাদা ঢং থাকে। আবার পোশাকও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সেই সময়ে ফিরে যেতে হয়। নাটকের বাজেট কম থাকার কারণে পোশাক নিয়ে শিল্পীকে ভাবতে হয়। আমি চেষ্টা করেছি আমার পোশাকগুলোর ব্যবস্থা নিজে করতে। তবে, কাজটি ভালো করার জন্য চেষ্টা করেছি। চেষ্টাটা থাকত। সংগ্রাম করতাম। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাটকটি সুন্দর হয়ে উঠত। তার গল্প নিয়ে কাজগুলো এজন্যই আলাদা, একটু ভিন্নরকম।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

জিনাত শানু স্বাগতা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছে—দুই বোন, ইচ্ছেপূরণ, দালিয়া।

তিনি বলেন, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ে ধারণ করে আসছি। কেননা আমার বেড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিবারে। এজন্যই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে পরিচিত। তারপর যখন তার গল্পে কাজ করার সুযোগ হলো, বেশ ভালো লাগে। জীবন চলার পথে তার লেখা আমাকে পথ দেখায়, অনুপ্রেরণা দেয়। তার শিশুদের নাটক 'খ্যাতির বিড়ম্বনা' আমি মঞ্চের জন্য পরিচালনা করেছি। তার গীতিনাট্য 'কালমৃগয়া' পরিচালনা করব। কোভিডের আগে কাজটি করতে চেয়েছিলাম। তখন পারিনি। আশা করছি সামনে এটি নিয়ে কাজ করব।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

3h ago