দেশ ও দেশের মানুষ ভালো থাকুক, এটাই একমাত্র চাওয়া: সুজাতা

অভিনেত্রী সুজাতা হাসপাতালে
সুজাতা আজিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

সাদাকালো যুগের সাড়া জাগানো সিনেমার নায়িকা সুজাতা। ব্যবসাসফল 'রূপবান' সিনেমায় নামভূমিকায় অভিনয় করে তুমুলভাবে আলোচিত হন সেই সময়ের নায়িকা সুজাতা। ষাটের দশকের অন্যতম সফল এই নায়িকা অনেক সিনেমা উপহার দিয়েছেন। 'ছুটির ঘণ্টা', 'অশ্রু দিয়ে লেখা', 'অবুঝ মন', 'আয়না ও অবশিষ্ট', 'আলোর মিছিল', 'এতটুকু আশা', 'গাজী কালু চম্পাবতী', 'অবাঞ্চিত'সহ অনেক সিনেমায় তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন।

আজ ১০ আগস্ট সুজাতার জন্মদিন।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সফল নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন সুজাতা। তার স্বামী নায়ক আজিমের সঙ্গেও জুটি বেঁধে অনেকগুলো সিনেমা করেছেন। পর্দার জুটি থেকে একসময় দুজনে ঘরও বাঁধেন।

'অবাঞ্চিত' সিনেমায় তার নায়ক ছিলেন আজিম। সিনেমাটির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গানটি হচ্ছে—'চোখ ফেরানো যায় গো মন ফেরানো যায় না'। এই সিনেমার আরও একটি গান জনপ্রিয়তা পেয়েছিল। গানটি হচ্ছে—'ওরে মন পাপিয়া...'। গানে ঠোঁট মেলান সুজাতা।

এছাড়া, 'অবাঞ্চিত' সিনেমায় সুজাতা ও আজিমের লিপে একটি রোমান্টিক গানের কথা এরকম—'প্রিয়তম তুমি এলে জীবনে...'। 'টাকার খেলা' সিনেমায় সুজাতার নায়ক ছিলেন আজিম। এই সিনেমার একটি গা—'হায় হায় হায় করি কী উপায়'।

'স্বর্ণকমল' সিনেমায় সুজাতা ও আজিম জুটি হয়েছিলেন। এই সিনেমার একটি গান—'কে তুমি কথা কও বন্ধু আমার' তরুণ-তরুণীদের গভীরভাবে স্পর্শ করে যায়। নায়ক রাজ্জাকের বিপরীতেও বেশ কয়েকটি সিনেমা করেছেন। তার মধ্যে আলোচিত একটি সিনেমা হচ্ছে—'অশ্রু দিয়ে লেখা'। এই সিনেমার একটি গান এখনো বহু মানুষের মুখে মুখে ফেরে। গানটি হচ্ছে—'অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না...'।

'তুমি...তুমি বড় ভাগ্যবতী, না না তুমি বড় ভাগ্যবতী...'—এই গানটি শোনেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। সাড়া জাগানো এই গানটি সুজাতা অভিনীত 'প্রতিনিধি' সিনেমার। তার বিপরীতে নায়ক ছিলেন রাজ্জাক।

'শুধু একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয়'—এই গানটি সুজাতা ও রাজ্জাক অভিনীত 'এতটুকু আশা' সিনেমার গান। সাদাকালো এই সিনেমাটি যেমন সফল, এই গানটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন।

'কেন চরণ আমার থেমে থেমে যায়', 'কেন নয়ন আমার ফিরে ফিরে চায়...'—'অবুঝ মন' সিনেমার এই গানে ঠোঁট মিলিয়েছেন সুজাতা। বিপরীতে ছিলেন রাজ্জাক। ফেরদৌসী রহমানের গাওয়া এই গানটি আজও মানুষের মনে দাগ কেটে আছে।

রোমান্টিক, সামাজিক ও পোশাকি সিনেমায় ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা 'রূপবান' সিনেমা করার পর এদেশের ঘরে ঘরে পরিচিতি পান। 'রূপবান' তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয়।

জন্মদিনে সুজাতার কাছে জানতে চাই জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে এখন এসে চাওয়া কী? তিনি বলেন, দেশটাকে সুন্দর দেখতে চাই। দেশের মানুষগুলোকে ভালো দেখতে চাই। দেশ ও মানুষ ভালো থাকলেই আমি খুশি।

নিজের জন্য চাওয়া কী, জানতে চাইলে সুজাতা বলেন, এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকুই আছি। শরীরে সমস্যা তো আছেই। তবে, আমার নিজের জন্য কোনো চাওয়া নেই। সব চাওয়া দেশের জন্য। দেশ সুন্দর থাকুক।

জন্মদিন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, মানুষের ভালোবাসা এখনো পাচ্ছি। মানুষ সম্মান করেন, ভালোবাসেন। এটাই ভালো লাগে।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

2h ago