‘আমাদের মুস্তাফা মনোয়ার’

জন্মদিনের অনুষ্ঠানে মোস্তফা মনোয়ার। ছবি: সংগৃহীত
জন্মদিনের অনুষ্ঠানে মোস্তফা মনোয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাপেট শিল্পের বিকাশে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন তিনি। পাশাপাশি, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্বও দেখিয়েছেন। সব মিলিয়ে, দেশি শিল্পকলার অগ্রগণ্য ও অনন্য এক চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) এই কিংবদন্তি শিল্পীর ৯০তম জন্মদিন।

বিশেষ এই দিনে তাকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান 'আমাদের মুস্তাফা মনোয়ার'।

অনন্যা রুমার নির্মাণ ও প্রযোজনায় আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

'আমাদের মুস্তাফা মনোয়ার' অনুষ্ঠানে আড্ডায় মেতে থাকতে দেখা যাবে কিংবদন্তি চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও নির্মাতা, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনকে।

পাপেটসহ মুস্তাফা মনোয়ার। ফাইল ছবি: সংগৃহীত
পাপেটসহ মুস্তাফা মনোয়ার। ফাইল ছবি: সংগৃহীত

মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।

১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। তার পেছনের কারণ জানিয়ে মুস্তাফা মনোয়ার বছর ছয়েক আগে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে বলেছিলেন, 'পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকেই ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম।'

বাচ্চাদের মন যাতে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে সেজন্য 'নতুন কুড়ি' ও 'পাপেট শো'র মতো অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago