তথাকথিত মায়ের চরিত্র করতে চাই না: দীপা খন্দকার

দীপা খন্দকার। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'স্কুল গ্যাং' নাটকের তৃতীয় সিজন থেকে অভিনয় করছেন দীপা খন্দকার। স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করে পাচ্ছেন প্রশংসাও।

দীপা খন্দকারের অভিনয় ক্যারিয়ার প্রায় দুই যুগের। বিটিভির অসংখ্য নাটকে অভিনয় করেছেন, পেয়েছেন মানুষের ভালোবাসা।

নাটক ও ওটিটিতে বেশি সময় দিলেও তার উপস্থিতি রয়েছে সিনেমায়ও। তার অভিনীত 'রিতু কাহিনী' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

দীপা খন্দকার। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'স্কুল গ্যাং' নাটকের অভিজ্ঞতা নিয়ে দ্য ডেইলি স্টারকে দীপা খন্দকার বলেন, 'যেখানেই শুটিং করেছি, অনেকেই স্কুল টিচার বলে ডাকেন আমাকে। ছোটরাও খুব সম্মান করেন। এসব দেখে বোঝা যায়, নাটকটি তারা দেখছেন।'

সম্প্রতি একটি এক ঘণ্টার নাটক ও ওটিটির জন্য কাজ করেছেন দীপা। চরকির জন্য ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। যেখানে মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। কাজ করেছেন আই স্ক্রিনের ওয়েব সিরিজেও।

দীপা বলেন, 'দুটো কাজে ভিন্নতা আছে। ওটিটির কারণে ভালো কাজের সুযোগ তৈরি হয়েছে। দর্শকরা দেখছেন। অনেক যত্ন নিয়ে কাজ হচ্ছে। এগুলো ইতিবাচক দিক।'

একসময় শুটিংয়ে প্রচণ্ড ব্যস্ত থাকলেও দীপা খন্দকার এখন মাসে ৫-৬ দিন শুটিং করেন। এ বিষয়ে তিনি বলেন, 'আমাদের বয়সে এসে নিয়মিত কাজ করা কঠিন। কেননা, আমাদের বয়স অনুযায়ী ব্যতিক্রমী কাজ কম হচ্ছে। তথাকথিত মায়ের চরিত্র করব না। মায়ের চরিত্রে কাজ করলেও এমন কাজ করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ আছে, চরিত্রের গুরুত্ব আছে।'

দীপা খন্দকার বলেন, 'মোস্তফা কামাল রাজের একটি নাটক করেছি। ওখানে মায়ের চরিত্র করেছিলাম। বেশ সাড়া পড়ে ইউটিউবে।'

দীপা খন্দকার। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

দীর্ঘ অভিনয় জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়ে দীপা খন্দকার বলেন, 'পুরোটাই প্রাপ্তি। অপ্রাপ্তি আছে বলব না। স্ট্রাগল করে আসিনি। কাজেই যতটুকু পেয়েছি সবই প্রাপ্তি। দর্শক ভালোবাসে, যেখানেই যাই মানুষ সম্মান করে, কাজের প্রশংসা করে—একজন শিল্পীর জীবনে আর কী চাওয়ার থাকতে পারে।'

দর্শকদের অভিজ্ঞতা নিয়ে দীপা বলেন, 'কিছুদিন আগে ধামরাইতে শুটিং করতে যাওয়ার পর একজন প্রশ্ন করে বসেন, আপনি কী বিদেশি? পরে তার সঙ্গে কথা বলে বুঝতে পারি, তিনি "ভাইজান এলো রে" সিনেমা দেখে এমনটি ভেবেছেন। কারণ, ওই সিনেমায় ভারতের অনেক শিল্পীও অভিনয় করেছেন। এমন অনেক ঘটনা ঘটে শুটিং গেলে। অনেক মানুষ বলে আপনার অভিনয় ভালো লাগে। দর্শকদের সামনাসামনি প্রতিক্রিয়া ভালোই লাগে।'

দীপা খন্দকার অভিনীত 'রিতু কাহিনী' সিনেমাটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ বছরই দেশের সিনেমা হলে মুক্তি পেতে পারে সিনেমাটি।

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

1h ago