বুলবুল আহমেদ অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলো

ছবি: সংগৃহীত

দেবদাসখ্যাত স্বর্নালী দিনের সিনেমার নায়ক বুলবুল আহমেদকে দর্শকরা একসময় 'দেবদাস' নামেই ডাকতে শুরু করেন। 'মহানায়ক' সিনেমায় অভিনয় করার পর তার পরিচিতি গড়ে ওঠে 'মহানায়ক' হিসেবে। 

সাদাকালো 'নবাব সিরাজউদ্দৌলা' সিনেমায় মোহনলাল চরিত্রে অভিনয় তাকে দিয়েছে ব্যাপক খ্যাতি। 

অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বুলবুল আহমেদ। প্রথম জীবনে ছিলেন ব্যাংকার। সেখান থেকে নায়ক হন। 

কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ। এ দেশের প্রায় সব গুণী পরিচালকদের সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শাবানা, কবরী, ববিতাসহ প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আজ ৪ সেপ্টেম্বর চিত্রনায়ক বুলবুল আহমেদের জন্মদিন। তার অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলো থেকে বাছাই করা কয়েকটি গানের কথা তুলে ধরা হলো এই লেখায়।

'হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথা শুধু জেনেছি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই'—এই গানটি বুলবুল আহমেদ অভিনীত 'মহানায়ক' সিনেমার, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী। এখনো মানুষের মুখে মুখে ফেরে গানটি। বুলবুল আহমেদের বিপরীতে নায়িকা ছিলেন কাজরী।

'মহানায়ক' সিনেমার আরেকটি জনপ্রিয় গান হচ্ছে—'আমার এ দুটি চোখ পাথর তো নয়।' এ গানটিতেও কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

'মনে বড় আশা ছিল তোমাকে শোনাব গান'—বুলবুল আহমেদ অভিনীত 'ছোট মা' সিনেমার গান। এই সিনেমার নায়িকা ছিলেন কবরী।

আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় 'দুই জীবন' সিনেমায় জুটি বেঁধেছিলেন বুলবুল আহমেদ ও নীপা মোনালিসা। সিনেমাটির 'তুমি ছাড়া আমি একা' একটি দর্শকপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন।

বুলবুল আহমেদ ও ববিতা জুটির 'ওয়াদা' সিনেমার গান 'সামাল সামাল সামাল সাথী' আজও মানুষ মনে রেখেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

বুলবুল আহমেদ ও ববিতা জুটির আরেকটি সফল সিনেমা 'জন্ম থেকে জ্বলছি'। সাড়া জাগানো এই সিনেমার একটি গান 'দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়'।

'আমি তোমার বধূ তুমি আমার স্বামী' গানটিও বুলবুল আহমেদ অভিনীত সিনেমার একটি গান, কণ্ঠ দিয়েছেন শাম্মী আখতার।
'আরাধনা' সিনেমায় কবরী ছিলেন বুলবুল আহমেদের বিপরীতে। 

'যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো' গানটি শহর থেকে গ্রাম সর্বত্রই জনপ্রিয়। বুলবুল আহমেদ ও ববিতা জুটির 'ওয়াদা' সিনেমার গান এটি, কণ্ঠ দিয়েছেন খুরশীদ আলম ও রুনা লায়লা।

'বধূ বিদায়' বুলবুল আহমেদ, শাবানা ও কবরী অভিনীত আলোচিত ও প্রশংসিত সিনেমা। এই সিনেমার একটি জনপ্রিয় গান 'একটুস খানি দেখ একখান কথা রাখো…।'

বুলবুল আহমেদ অভিনীত সিনেমার আরও অনেক গান রয়েছে, যা দর্শকদের মনে গেঁথে আছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago