শাবানার দেশে আসার গুঞ্জন সত্য নয়

শাবানা। ছবি: স্টার

দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরলেন শাবানা—এমন খবর গত কয়েকদিন ধরে কিছু মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কিংবদন্তি অভিনেত্রী শাবানা তার স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে গত ৫ বছর আগে ঢাকায় এসেছিলেন। সেইসময় কিছু কাজ শেষে ফিরে যান তারা। এরপর ওয়াহিদ সাদিক একা ঢাকায় এলেও আসেননি শাবানা।

শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক আজ বুধবার হোয়াটসঅ্যাপে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাবানার দেশে যাওয়ার খরব সত্য নয়। এ খবরের কোনো ভিত্তি নেই'

তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে আমি হাসপাতালে। চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখন আমাদের দেশে ফেরার কথা না।'

'আর দেশে গেলে লুকাবো কেন—সেটাও ঠিক বুঝছি না,' যোগ করেন তিনি।

শাবানা বর্তমানে যুক্তরাষ্ট্র বসবাস করেন। স্বামী-সন্তানসহ সেখানেই স্থায়ী তারা। গত ২৫ বছর অভিনয় থেকে দূরে আছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

 

Comments