‘ক্যারিয়ারে তাড়াহুড়ো করিনি, ভালো কাজের চেষ্টা করেছি’

সিনেমা, ওয়েবসিরিজ, নাটক, টেলিফিল্মসহ বিভিন্ন মাধ্যমে অভিনয়ে ১৫ বছর পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
কিন্তু প্রায় দুই বছর তিনি কোনো ধারাবাহিকে দেখা দেননি। তবে সেই বিরতি ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিক 'ঘুরিতেছে পাংখা' নাটকে কাজ করেছেন তিনি। নাটকটির পরিচালনা করেছেন হিমু আকরাম। গাজীপুরের পূবাইলে হয়েছে শুটিং।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মৌসুমী হামিদ বলেন, 'এবার এমন চরিত্রে অভিনয় করছি, যা কোমল ও মায়াবতী স্বভাবের। এর আগে বেশিরভাগ সময় কঠিন বা রূঢ় চরিত্রে আমাকে দর্শকরা দেখেছেন। এই চরিত্র আমার কাছে নতুন অভিজ্ঞতা।'
দীর্ঘ বিরতি প্রসঙ্গে তিনি বলেন, 'ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয়, এসেছে। তবে অনেক গল্পই একইরকম মনে হয়েছে। শেষবার অভিনয় করেছিলাম "হাবুর স্কলারশিপ" নাটকে, যা এখনো দর্শকরা মনে রেখেছেন। নতুন নাটকের গল্প ও চরিত্র ভালো লেগেছে, তাই কাজটি করছি।'
অনেকের ধারণা মৌসুমী আর ধারাবাহিকে অভিনয় করবেন না। এ বিষয়ে তিনি বলেন, 'এটা ভুল ধারণা। পরিচালক হিমু আকরাম যখন গল্প শোনালেন, চরিত্রটা আমার ভালো লেগেছে। সেজন্যই ফিরলাম ধারাবাহিকে।'
পরিচালক হিমু আকরামের প্রশংসা করে তিনি বলেন, 'তার পরিচালনায় এবারই প্রথম কাজ করলাম। খুব গোছানো, মজার মানুষ। সুন্দরভাবে কাজ করান।'
সহশিল্পীদের মধ্যে আ খ ম হাসান ও জারা উল্লেখযোগ্য। 'জারার সঙ্গে অনেকদিন পর অভিনয় করলাম। নোয়াখালীর ভাষায় সংলাপ দিতে হয়েছে আমাকে, সেখানে জারা আমাকে অনেক সহায়তা করেছেন,' বলে তিনি।
অভিনয় জীবনের স্মৃতি প্রসঙ্গে মৌসুমী বলেন, 'কোথাও গেলে দর্শকরা আমার নাটকগুলোর কথা বলেন। যেমন, কয়েকদিন আগে তিনশ ফিট এলাকায় মাছ বাজারে গিয়েছিলাম, দোকানিরা "হাবুর স্কলারশিপ" নাটকের কথা বলেছেন। এ ধরনের মুহূর্তগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করে।'
সবশেষ তার অভিনীত ওয়েবসিরিজ 'বোহেমিয়ান ঘোড়া' প্রচারিত হয়েছে। ওটিটিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'অপেক্ষা করছি ভালো গল্পের জন্য। ইতোমধ্যেই কয়েকটি ওটিটি প্রজেক্ট করেছি, ভবিষ্যতেও ভালো কাজ করতে চাই।'
এছাড়া সম্প্রতি তিনি একটি ট্রাভেল শো উপস্থাপনা করেছেন কক্সবাজারে। অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,
'এটা একেবারেই ভিন্ন ধরনের কাজ ছিল, দারুণ লেগেছে।'
ক্যারিয়ার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, 'আমি কখনোই তাড়াহুড়ো করিনি। সবসময় ভালো গল্প আর মানসম্মত কাজ করার চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।'
Comments