তরুণদের নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে মুক্তি পাচ্ছে তরুণদের নতুন ভাবনার সিনেমা 'লিটল মিস ক্যাওস'।
তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি। এতে উঠে এসেছে রোমান্স, কমেডি ও ক্যাওসের গল্প। ফিল্মটিতে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক ও ফারিহা রাহমান।
'লিটল মিস ক্যাওস' এর গল্প ইরাকে নিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। এছাড়া ইরা চরিত্রের বন্ধু হিসেবে অভিনয় করেছেন ক্রিস্টাল ডি'রোজারিও, আইশা খান ও তামজিদ তন্ময়।
নবীন অভিনেত্রী সাদনিমা বলেন, 'গল্পটি তরুণদের খুব ভালো লাগবে। এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্য যারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি–সার্কাজম আছে। আর আমিই যেহেতু 'লিটল মিস ক্যাওস', শুটিংয়ের সময় অনস্ক্রিন–অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি।'

নির্মাতা হিসেবে আগেও কাজ করেছেন মাহমুদা সুলতানা রীমা। তবে এবারই প্রথম নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। 'লিটল মিস ক্যাওস' এর গল্পটাকে তিনি 'রোমান্টিক ড্রামেডি' ঘরানার বলতে চান। তার ভাষ্যে, 'মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে আমাদের সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যান একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়?'
অর্থাৎ নির্মাতা মেট্রোপলিটনের গল্প বলতে চেয়েছেন এবং গল্প এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন তরুণদের কাঁধে।
ফিল্মটির গল্প ও সংলাপ লিখেছেন মাহমুদা সুলতানা রীমা। নির্মাতার সঙ্গে 'রাইটার্স সিটি' লিখেছে চিত্রনাট্য।
Comments