রুনা লায়লার দুর্লভ ছবি দেখা যাবে ‘স্টার নাইটে’

রুনা লায়লা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উদযাপন করছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। 

১৯৬৫ সাল উর্দু 'জুগনু' সিনেমায় গানের মধ্য দিয়ে সংগীত জগতে যাত্রা শুরু হয় তার। এরপর থেকে দশ হাজারের বেশি গান করেছেন তিনি। 

প্লেব্যাক করেছেন বাংলা, হিন্দি ও উর্দু সিনেমায়। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অসাধারণ গায়কীর কারণে তার খ্যাতি ছড়িয়েছে উপমহাদশজুড়ে। গানে অসামান্য অবদানের জন্য পেয়েছেন স্বাধীনতা পদক , জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন সাতবার। 

সংগীত জীবনের ৬০ বছর পূর্তিকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনের 'স্টার নাইট' অনুষ্ঠান অতিথি হয়েছেন রুনা লায়লা। এই অনুষ্ঠানে তিনি বলেছেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা ঘটনা এবং অভিজ্ঞতার কথা। 

দেশের শিল্পীদের পাশাপাশি ভারত, পাকিস্তানে অনেক খ্যাতিমান শিল্পী, সুরকারের সঙ্গে কাজ করেছেন রুনা লায়লা। এর মধ্যে কয়েকজন তার সম্পর্কে কথা বলেছেন, যা অনুষ্ঠানে দেখানো হবে।

এ ছাড়া তার বন্ধু, স্বজনদের কথাও শোনা যাবে এ অনুষ্ঠান। জানা যাবে তার প্রিয় গান ও শিল্পীদের কথা। দেখা যাবে তার ব্যক্তিগত অ্যালবামের দুর্লভ অনেক ছবি। 

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছন অজয় পোদ্দার। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago