‘আগে দূর থেকে সালাম দিয়েছি, আজ প্রথম দেখা হলো’

তনিমা হামিদ ও আফজাল হোসেন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

টেলিভিশন নাটকের স্বর্ণালি সময়ের চিরসবুজ নায়ক আফজাল হোসেন। অন্যদিকে, নব্বই দশক পরবর্তী নাটকের জনপ্রিয় মুখ তনিমা হামিদ। অভিনয় জগতের সুপরিচিত নাম হলেও তাদের কখনো একসঙ্গে কাজ করা হয়নি। এমনকি, সামনাসামনি কথাও হয়নি কখনো।

সম্প্রতি দ্য ডেইলি স্টার কার্যালয়ে আয়োজিত এক আড্ডায় প্রথমবার তাদের দেখা হয়। সেখানেই আফজাল হোসেনকে নিয়ে কথা বলেন তনিমা হামিদ।

আফজাল হোসেনকে 'লিজেন্ড' আখ্যা দিয়ে তনিমা হামিদ বলেন, 'আফজাল হোসেন শুধু একজন অভিনেতা নন, তিনি একজন লিজেন্ড। অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন লেখক এবং ভালো একজন নির্মাতা। তিনি অনেক ভালো ভালো নাটক লিখেছেন, সাড়া জাগানো বহু নাটকে অভিনয় করেছেন।'

আফজাল হোসেন শুধু অভিনয়শিল্পী নন, একজন চিত্রশিল্পীও। তবে তার এই পরিচয়ের কথা জানা ছিল না তনিমার। তিনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে উনার আঁকা ছবি দেখে খবরটি জেনেছি। জানার পর ভালো লেগেছে।'

আফজাল হোসেনের সঙ্গে নিজের বয়সের ব্যবধান প্রসঙ্গে তনিমা বলেন, 'উনি তো আমার অনেক সিনিয়র। আমার মা (ফাল্গুনী হামিদ) উনার সঙ্গে অভিনয় করেছেন। আমার জন্মের আগে থেকেই তিনি নাটকে অভিনয় করছেন। ভীষণ শ্রদ্ধার ও সম্মানের একজন মানুষ। সেভাবেই সম্মান করি, শ্রদ্ধা করি।'

দীর্ঘ অভিনয়জীবনে কখনো কথা না হওয়ার প্রসঙ্গ টেনে তনিমা বলেন, 'আফজাল হোসেনের সঙ্গে কাজ তো দূরের কথা, সেভাবে বলতে গেলে কথাই হয়নি। হয়তো পরিবারের সঙ্গে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সেখানে দূর থেকে সালাম দিয়েছি। হয়তো কোনো গেট–টুগেদারে গিয়েছি, সেখানেও দূর থেকে সালাম দিয়েছি। ব্যস, এটুকুই।'

তনিমা বলেন, 'ডেইলি স্টারের আড্ডায় আফজাল আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। তিনি যখন কথা বলেছেন, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি। তার কথা শুনেছি। বেশ ভালো লেগেছে। এইরকম একটি আড্ডা আয়োজন না হলে হয়তো এভাবে দেখা হতো না, কথাও হতো না।'

একসঙ্গে কাজের সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করে তনিমা বলেন, 'যদি উনার সঙ্গে কাজ হতো, তাহলে অনেক কিছু শিখতে পারতাম। যেকোনো সিনিয়র শিল্পীর কাছ থেকেই শেখা যায়। তবে, উনাদের মতো বড় মাপের অভিনেতার কাছ থেকে ডেডিকেশন, অভিনয়, সময় মেনে চলা—অনেক কিছুই শেখা যায়।'

প্রথম সাক্ষাতের এই অভিজ্ঞতাকে 'অনেক বড় পাওয়া' হিসেবেই দেখছেন তনিমা হামিদ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago