ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র সাংবাদিক সমিতির নিন্দা

গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার কার্যালয়ে হামলা করে ভাঙচুর, লুটপাট চালানোর পরে আগুন ধরিয়ে দেয়। ছবি: স্টার

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

আজ রোববার চলচ্চিত্র সাংবাদিকদের এই সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার পাঠানো এক বিবৃতিতে ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়। 

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মনে করেন, এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তচিন্তা বাধাগ্রস্ত করার অপপ্রয়াস, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

এ হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, 'আমরা আশা করি, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকার অক্ষুণ্ন ও অটুট রাখতে সহায়তা করবে। ভবিষ্যতে যাতে আর কোনো গণমাধ্যম আক্রান্ত না হয়, আমরা সরকারের প্রতি সেই দাবি জানাচ্ছি।'

গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে একটি সংগঠিত হামলার পর ভবনে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ সময় ডেইলি স্টার ভবনের ভেতর প্রায় ৪ ঘণ্টা আটকা থাকেন অন্তত ২৮ সংবাদকর্মী।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago