২০২৫: শোবিজের আলোচিত ৫ ঘটনা
বছরজুড়ে নানা ঘটনায়, আলোচনা-সমালোচনায় মুখর ছিল দেশের শোবিজ অঙ্গন। তেমনই আলোচিত পাঁচ ঘটনা নিয়ে এই আয়োজন।
জেমসের বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে
বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল নগরবাউলের জেমস ও নামিয়া আমিনের বিয়ে। ২০২৪ সালের ১২ জুন তাদের বিয়ে হয়। এই বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হয় চলতি বছরের ২৩ অক্টোবর। তার আগে গত ৮ জুন জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। তার নাম জিবরান আনাম।
'বরবাদ' সিনেমার টিকিট বিক্রির রেকর্ড
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি টিকিট বিক্রিতে রেকর্ড করে এ বছর। ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির ৫০ দিনে ৭০ কোটি টাকার টিকিট বিক্রি করে। সিনেমাটির প্রযোজনা সূত্রে এ তথ্য জানা গেছে।
কানে স্বল্পদৈর্ঘ্য 'আলী' সিনেমার সম্মাননা
২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন বয়ে আনে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'। সিনেমাটির নির্মাতা আদনান আল রাজীব।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে 'আলী'। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে সিনেমাটিকে।
তাহসানের বিয়ে ও গান ছাড়ার ঘোষণা
গায়ক ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। তার স্ত্রীর নাম রোজা আহমেদ। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে অপ্রত্যাশিতভাবেই গান ছাড়ার ঘোষণা দেন এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন ধরে সংগীতে জনপ্রিয় এই শিল্পীর এমন সিদ্ধান্ত অনেককেই ব্যথিত করেছে।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও জামিন
২০২৫ সালের ১৮ মে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি আলোচিত ঘটনা। বিষয়টি শুধু বিনোদন অঙ্গনেই নয়, সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। একদিন পরই, ২০ মে জামিন পান এই অভিনেত্রী।

Comments