আগামীকাল মঞ্চে আসছে ‘আত্মজয়’

ছবি: সংগৃহীত

মঞ্চে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক 'আত্মজয়'।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতিতে (নীলিমা ইব্রাহীম মিলনায়তন) মঞ্চায়ন হবে এই নাটকটি।

'আত্মজয়' নাটকের নাট্যকার মোমেনা চৌধুরী, নির্দেশনায় আছেন শামীম সাগর।

এতে অভিনয় করেছেন—মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, অবনী সুলতানা, সানী, রকি।

মোমেনা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, আত্মজয় মূলত আত্মহত্যার ওপর একটি নাটক। এটি নতুন মঞ্চ নাটক।

'তরুণ প্রজন্ম হতাশায় ভুগছে। সেসব থেকে উত্তরণের পথ জানা যাবে। আমরা চাই নাটকটি দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হোক', বলেন তিনি।

আগামীকাল 'আত্মজয়' নাটকের পঞ্চম শো প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

16m ago