চলে গেলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার। ছবি: স্টার ফাইল ফটো

চলে গেলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

আজ রোববার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েকদিন থেকে এসিডিটির সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন।

সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

গাজী মাজহারুল আনোয়ার ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তার কালজয়ী গানের তালিকায় রয়েছে, 'জয় বাংলা বাংলার জয়', 'আছেন আমার মোক্তার', 'এক তারা তুই দেশের কথা', 'গানের কথায় স্বরলিপি লিখে', 'শুধু গান গেয়ে পরিচয়', 'এই মন তোমাকে দিলাম', ইত্যাদি।

গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

1h ago