তোমাকে খুব মিস করি কষ্ট হয়, কেকের জন্মদিনে স্ত্রীর পোস্ট

কেকে। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের স্ত্রী জ্যোতি কৃষ্ণ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেছেন। আজ ছিল প্রয়াত এই গায়কের৫৪তম জন্মদিন। জ্যোতি কৃষ্ণ সামাজিকমাধ্যমে পুরানো একটি স্মৃতি শেয়ার করেছেন এবং একটি নোটও লিখেছেন।

চলতি বছরের মে'তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রখ্যাত এই গায়ক। তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অস্বস্তি বোধ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিতে কেকে তার স্ত্রীকে ধরে ক্যামেরার সামনে পোজ দেন। তার স্ত্রী তার ইনস্টাগ্রামে লিখেছেন, 'শুভ জন্মদিন সুইটহার্ট। তোমাকে ভালোবাসি, তোমাকে খুব মিস করি, কষ্ট হয়।'

তিনি পোস্টটি শেয়ার করার পরপর কেকের ভক্তরা আবেগপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। এক ভক্ত লিখেছেন, শুভ জন্মদিনের কিংবদন্তি কেকে। এখনো মানতে পারি না তুমি আমাদের সঙ্গে নেই।

Comments

The Daily Star  | English

Consensus reached on election commission formation: Ali Riaz

"This was an extremely fruitful discussion and a historic moment"

22m ago