‘পাঠান’ সিনেমায় শাহরুখ-দীপিকার পারিশ্রমিক ও ৫ দিনের আয়

‘পাঠান’ সিনেমায় শাহরুখ-দীপিকার পারিশ্রমিক ও ৫ দিনের আয়
পাঠান সিনেমায় শাহরুখ ও দীপিকা। ছবি: সংগৃহীত

মুক্তির ৪ দিনের মাথায় অনেকগুলো রেকর্ড গড়েছে বলিউড সিনেমা 'পাঠান'। ভারতের বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রুপি আয় করেছে 'পাঠান'। এরপর থেকে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছে। পেছনে ফেলেছে 'বাহুবলী ২' ও 'কেজিএফ ২' সিনেমার রেকর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, 'পাঠান' সিনেমাটি মুক্তির ৫ দিনে বিশ্বব্যাপী আয় করেছে আনুমানিক ৫৫০ কোটি রুপি।

বলিউড হাঙ্গামা বলেছে, ভারতীয় বক্স অফিসে পঞ্চম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৬২ কোটি রুপি। আর সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সংগ্রহ ২৮২ কোটি রুপি।

'পাঠান' সিনেমায় শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন ১৫ কোটি রুপি। জন আব্রাহাম ২০ কোটি রুপি নিয়েছেন। সিনেমাটিতে বলিউড সুপারস্টার সালমান খান অতিথি চরিত্রে কোনো পারিশ্রমিকই নেননি। পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ৬ কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি অ্যাকশন থ্রিলার 'পাঠান' হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ৪ বছর আগে শাহরুখ খানের সর্বশেষ সিনেমা 'জিরো' মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English

Both Barsha and Mahir planned Jobayed’s murder, say police

OC says both suspects confessed when interrogated in front of each other

58m ago