পাঠান সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন শাহরুখ খান

পাঠান সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন শাহরুখ খান
মুম্বাইয়ে ‘পাঠান’ সংবাদ সম্মেলনে আসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবি: সংগৃহীত

অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বলিউড বাদশা শাহরুখ খান। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গতকাল সোমবার মুম্বাইয়ে 'পাঠান' সংবাদ সম্মেলনে দেখা মিলল এই তারকাদের।

সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, 'আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠান' সিনেমাকে সমর্থন দেওয়ার জন্য। গত ৪ দিনে আমি ৪ বছরের কষ্ট ভুলে গেছি। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারত। তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমার সব সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।'

তিনি আরও বলেন, 'কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করিনি তা নয়, আসলে এই ছবি কোডিভের সময় শুটিং করা হয়েছিল। তারপর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল। আমরাও সঙ্গ দিচ্ছিলাম আদি (আদিত্য চোপড়া) এবং সিদ্ধার্থের। তবে এই ছবিকে সবাই খুব সমর্থন করেছে।'

কোভিডের সময়গুলোতে দুনিয়ার সব কিছু থমকে ছিল, তখন আমিও একটু ধীরে সুস্থে চলার অবকাশ পেলাম। খারাপের পাশাপাশি এই কোভিডের সময় কিছু ভাল অংশও ছিল। আমি এই ২ বছর কাজ করিনি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। আরিয়ান, সুহানা, আব্রামের বড় হয়ে ওঠা দেখতে পেলাম। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলাম।'

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা 'পাঠান'। মুক্তির ৪ দিনের মাথায় অনেকগুলো রেকর্ড গড়েছে বলিউড সিনেমা 'পাঠান'। ভারতের বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রুপি আয় করেছে 'পাঠান'। এরপর থেকে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছে। পেছনে ফেলেছে 'বাহুবলী ২' ও 'কেজিএফ ২' সিনেমার রেকর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, 'পাঠান' সিনেমাটি মুক্তির ৫ দিনে বিশ্বব্যাপী আয় করেছে আনুমানিক ৫৫০ কোটি রুপি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি অ্যাকশন থ্রিলার 'পাঠান' হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ৪ বছর আগে শাহরুখ খানের সর্বশেষ সিনেমা 'জিরো' মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English
Foreign banks profits vs social spending in Bangladesh

Foreign banks top profits, trail in social spending

CSR spending by multinational lenders was just 0.56% last year, compared with 9% by Islamic banks

12h ago