প্রেম থেকে পরিণয়, রাশমিকা-বিজয়ের বাগদান কবে

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ফেব্রুয়ারিতে আংটি বদল করতে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী।

নিউজ ১৮ তেলেগুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের বাগদানের ঘোষণা আসবে।

তবে রাশমিকা মান্দানা কিংবা বিজয় দেবেরাকোন্ডা কেউই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

'গীতগোবিন্দম' এবং 'ডিয়ার কমরেড' এই দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন বিজয়-রাশমিকা।

সম্প্রতি, হায়দ্রাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে দিওয়ালি উদযাপন করেছেন 'অ্যানিমেল' অভিনেত্রী রাশমিকা। বিভিন্ন সময়ে তাদের দুজনকে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে।

রাশমিকা বর্তমানে আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল'-এর শুটিং করছেন। এছাড়াও তার অভিনীত 'রেইনবো', 'দ্য গার্লফ্রেন্ড' এবং 'চাভা' প্রোডাকশনের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে পরশুরাম পেটলার 'ফ্যামিলি স্টার' এবং পরিচালক গৌতম তিনানুরির 'ভিডি ১২' এর কাজ করছেন বিজয়।  

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago