একসময় ৮০০ রুপি বেতনে শিক্ষকতা করতেন নীতা আম্বানি

নীতা আম্বানি, মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট,
মুকেশ আম্বানির সঙ্গে নীতা আম্বানি। ছবি: সংগৃহীত

সম্প্রতি ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ে অনুষ্ঠানে ফ্যাশন ও স্টাইল দিয়ে সবাইকে চমকে দিয়েছেন নীতা আম্বানি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী তিনি। অথচ, একসময় মাসিক ৮০০ রুপি বেতনে একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি!

নীতা আম্বানি ৮০০ টাকায় চাকরি করতেন! বিশ্বাস করা কঠিন, তাই না? তবে বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি!

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতা আম্বানি তার অতীতের কথা তুলে ধরেন। তিনি জানান, তিনি তখন একটি স্কুলের নার্সারিতে শিক্ষকতা করতেন। এজন্য ওই সময়ে অনেকে তাকে উপহাস করতেন।

ওই সাক্ষাৎকারে তার সঙ্গে মুকেশ আম্বানিও উপস্থিত ছিলেন। কীভাবে নীতা তাদের বিয়ের এক বছর পর স্কুল শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন সেই কথা বলেছিলেন মুকেশ আম্বানি নিজেও। তিনি বলেন, 'তখন নীতা প্রতি মাসে ৮০০ রুপি আয় করতেন এবং তার আয় নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। এই অর্থ তিনি রাতের খাবারের জন্য খরচ করতেন।'

ওই সাক্ষাৎকারে নীতা আম্বানি আরও বলেছিলেন, স্কুলে শিক্ষকতা করে তিনি খুবই সন্তুষ্ট ছিলেন। এই কাজ তার জন্য তৃপ্তিদায়ক ছিল। হয়তো কিছু মানুষ তাকে নিয়ে মজা করতেন, কিন্তু তিনি এসব কখনো পাত্তা দিতেন না।

ভারতীয় ব্যবসা জগতে নীতা আম্বানি অন্যতম প্রভাবশালীন নারী। সম্প্রতি তার ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিয়ে পার্টিতে নাচের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে অতিথিদের সামনে তুলে ধরেন। ভক্তরা এটিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন।

নীতা আম্বানি ও মুকেশ আম্বানি ব্যবসায়িক বিশ্বের সবচেয়ে সফল দম্পতিদের মধ্যে একটি। তবে, তাদের সফলতার গল্প এই জুটিকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তারা সত্যিই সবার জন্য অনুপ্রেরণা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago