নতুন সিনেমার খবর দিলেন সালমান, আসবে আগামী বছর ঈদে

সালমান খান এবং দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস ও সাজিদ নাদিয়াদওয়ালা। ছবি: সংগৃহীত

ঈদ মানেই বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা। গত এক দশক ধরে এমনই চলে আসছে। 

আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের একটি পোস্টে ২০২৫ সালের ঈদের সিনেমার ঘোষণা দিয়েছেন সালমান খান। 

পোস্টে সালমান তার নিজের ছবির সঙ্গে দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে দিয়ে পরবর্তী সিনেমার ধারণা দিয়েছেন।

তিনি লিখেছেন, 'অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একটি খুব রোমাঞ্চকর সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা ও আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ২০২৫ এর ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।'

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।

Comments

The Daily Star  | English
Daria-i-Noor diamond in Bangladesh

Daria-i-Noor, ‘sister’ to Koh-i-Noor, awaits first light in 117 years

Committee to inspect legendary diamond mortgaged by Nawab Salimullah in 1908

9h ago