ভারতে মুক্তির ৩ দিন পর আজ থেকে বাংলাদেশে ‘ক্রু’

ক্রু সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ভারত ও বিশ্বের অন্যান্য দেশে গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে বলিউড সিনেমা 'ক্রু'। 

বাংলাদেশেও একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু, সেন্সর জটিলতার কারণে সম্ভব হয়নি। 

সব জটিলটা কাটিয়ে আজ সোমবার সেন্সর পেয়েছে সিনেমাটি। আজ থেকেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'ক্রু'।

সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিচ্ছি। একটু ঝামেলা ছিল, সেটা কাটিয়ে 'ক্রু' আজ সেন্সর পেয়েছে। আজ থেকেই চলবে সিনেমাটি।'

তিনি বলেন, 'সিনেমাটির বিষয়ে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় 'ক্রু'য়ের শো বন্ধ থাকবে।'

এদিকে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা পাচ্ছে টাবু, কারিনা ও কৃতি অভিনীত সিনেমাটি। চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন ছিল সিনেমাটির। 

নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা ব্যবসা করতে পারে না। কিন্তু সেই ধারণা বদলে চমক দেখাচ্ছে 'ক্রু'। এই ছবির প্রধান তিন চরিত্রেই রয়েছেন নারী অভিনয়শিল্পী। তারা হলেন কারিনা কাপুর, টাবু ও কৃতি স্যানন। 

তিন বিমানবালাকে ঘিরে এগিয়েছে 'ক্রু'র গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এতে আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, শাশ্বত চ্যাটার্জি, রাজেশ শর্মা। এছাড়া কপিল শর্মা আছেন অতিথি চরিত্রে।

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

39m ago