আজ সোনাক্ষীর বিয়ে

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আজ বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই বিয়ে হচ্ছে এই অভিনেত্রীর। অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়ের জমকালো আয়োজনে সেজেছে তাদের বাড়ি 'রামায়ণ'।

গতকাল শনিবার বিয়ের আগের পূজো সম্পন্ন করেছেন তারা। মায়ের সাথে সেই পূজোতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী।

এদিকে বর জহিরের বাড়িও সাজানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গত কয়েক বছর ধরেই জহির ইকবালের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন সোনাক্ষী সিনহা। এ নিয়ে সরাসরি কখনও কিছু বলেননি অভিনেত্রী। তবে জহিরের সঙ্গে বিভিন্ন পার্টি, রেস্তোঁরায় দেখা গেছে তাকে।

বিয়ের আগে গুঞ্জন ছিল, মেয়ের বিয়ে নিয়ে খুশি নন পিতা শত্রুঘ্ন সিনহা। তবে হবু জামাইয়ের সঙ্গে দেখা করে এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago