অ্যাটলির সিনেমায় সালমান খান

জাওয়ান, অ্যাটলি, শাহরুখ খান, সালমান খান, বলিউড,
অ্যাটলি ও সালমান খান। ছবি: সংগৃহীত

জাওয়ানের ব্যাপক সাফল্যের পর চলচ্চিত্র পরিচালক অ্যাটলি এখন ষষ্ঠ সিনেমা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। শাহরুখের পর এবার সিনেমাতে আরেক বলিউড সুপারস্টার সালমান খানকে দেখা যাবে। বলিপাড়ায় এখন সালমানের সঙ্গে অ্যাটলির জুটি আলোচিত বিষয় হয়ে উঠেছে

তাদের ভক্তরাও আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষায় আছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি একটি মহাকাব্যিক কাহিনী হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটিতে দুইজন নায়ককে থাকবেন। সালমানের পাশাপাশি কমল হাসান বা রজনীকান্তকে রাজি করানোর চেষ্টা করছেন অ্যাটলি। ফলে সিনেমাটি সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে বড় কাস্টিং অভ্যুত্থানে পরিণত হয়েছে।

আরেক সংবাদমাধ্যম পিঙ্কভিলার মতে, অ্যাকশনধর্মী সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো গোপন রাখা হয়েছে। বর্তমানে এটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। অ্যাটলি এক বছর ধরে একটি মেগা-বাজেটের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটি অতীত ও বর্তমান দুই যুগের প্রেক্ষাপটে তৈরি হবে। চলচ্চিত্র নির্মাতা এখানে একটি কাল্পনিক জগতের গল্প বলবেন। যেখানে সালমান খানকে অতীত সময়ের একজন যোদ্ধার অবতারে হাজির করা হবে, যে চরিত্রে এই সুপারস্টারকে আগে কখনো দেখা যায়নি। তবে, বর্তমানে কী ঘটবে তা আপাতত আড়ালে রাখা হয়েছে। চলচ্চিত্রটির ফোকাস বর্তমানের চেয়ে অতীতের অংশগুলোতে বেশি হবে। কারণ স্ক্রিপ্টটি কাল্পনিক ফ্যান্টাসি এবং সব চরিত্র অতীত ও বর্তমানের সঙ্গে পরস্পর জড়িত থাকবে।

সূত্র জানিয়েছে, এই উচ্চ-বাজেটের মহাকাব্যিক কাহিনীটির শুটিং ২০২৫ সালের গ্রীষ্মের মধ্যে শুরু হতে পারে। অ্যাটলি স্ক্রিপ্টটি সম্পূর্ণ করতে ও প্রকল্পের অন্যান্য কাজ শুরুর করতে সময় নিচ্ছেন। এটি একটি উচ্চাভিলাষী সিনেমা, যেখানে অ্যাটলি দর্শকদের জন্য একটি নতুন জগত তৈরি করতে চাইছেন। সিনেমাটিতে প্রচুর অ্যাকশন, নাটক, রোমাঞ্চ ও আবেগের দৃশ্য থাকবে। তিনি এ বছরের শেষের দিকে এ-সিক্সের জন্য সব তারকাদের ঠিক করতে চাইছেন। সালমানের সঙ্গে কমল হাসান বা রজনীকান্তকে পাবেন বলে আত্মবিশ্বাসী অ্যাটলি।

এদিকে সালমান খান বর্তমানে রাশ্মিকা মান্দানার সঙ্গে 'সিকান্দার' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago