১০০ কোটির ক্লাবে আমির খানের ‘সিতারে জমিন পার’

‘সিতারে জমিন পার’ সিনেমার একটি দৃশ্যে আমির খান ও জেনেলিয়া ডি সুজা। ছবি: সংগৃহীত

বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল আমির খান অভিনীত 'সিতারে জমিন পার' সিনেমাটি। 

এস প্রসন্ন নির্মিত 'সিতারে জমিন পার' সিনেমাটি ২০ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

আমির খান ছাড়াও এতে অভিনয় করেছে জেনেলিয়া ডি সুজা। 

সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও প্রশংসিত হচ্ছে। সিনেমাটির গল্প খুবই ইমোশনাল, যা দর্শককে হাসাবে এবং কাঁদাবে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমাটি উদ্বোধনী দিনে ১০ দশমিক ৭ কোটি রুপি আয় করে। গতকাল শনিবার নবম দিনে দেশীয় বক্স অফিসে ১২ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছে। 

সবমিলিয়ে সিনেমাটি ১০৮ দশমিক ৩০ কোটির ক্লাবে প্রবেশ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

আগামী কয়েকদিনে এই সিনেমার আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Comments