কবে মুক্তি পাবে হৃতিকের কৃষ ৪?

Hrithik Roshan
বলিউড অভিনেতা হৃতিক রোশান। ছবি: সংগৃহীত

রোশন পরিবারের জন্য ২০২৫ সালটি নানা দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বছরের শুরুতে নেটফ্লিক্সে দ্য রোশনস মুক্তির মাধ্যমে পরিবারটি আলোচনায় আসে। এরপর আবারও মুক্তি দেওয়া হয় 'কাহো না প্যায়ার হে'। তার মানে হৃতিক রোশন অভিনয়ে তার ২৫ বছর পূর্ণ করেছেন। সেই অর্জনও উদযাপিত হয়েছে জাঁকজমকভাবে।

তারপর দুই মাস পরে ঘোষণা আসে, হৃতিক রোশন তার বাবা রাকেশ রোশনের কাছ থেকে পরিচালনার ভার গ্রহণ করে কৃষ ৪ পরিচালনা করবেন।

সম্প্রতি ৭৬তম জন্মদিনে বলিউড হাঙ্গামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাকেশ রোশন কৃষ ৪ নিয়ে বড় আপডেট জানিয়েছেন।

তিনি বলেন, 'স্ক্রিপ্ট লিখতে বেশি সময় লাগেনি। চাপ ছিল বাজেট নির্ধারণে। এখন যেহেতু আমরা সিনেমার জন্য সুনির্দিষ্ট বাজেটের ধারণা পেয়েছি, তাই আমরা কাজ শুরু করতে যাচ্ছি।'

রাকেশ রোশন আরও বলেন, 'পুরোদমে কাজ চলছে। আগামী বছরের মাঝামাঝি আমরা সিনেমার শুটিং শুরু করব। কারণ এই ছবির প্রি-প্রোডাকশন অনেক বড়, তাই শুটিং শুরু করার আগে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।'

তিনি জানান, ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং চলবে। আমরা ২০২৭ সালেই মুক্তির পরিকল্পনা করছি।

কৃষ ৪ হলো ব্লকবাস্টার সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব। এর আগের তিনটি সিনেমা ছিল কোই মিল গায়া (২০০৩), কৃষ (২০০৬) এবং কৃষ ৩ (২০১৩)। সব কটিই পরিচালনা করেছিলেন রাকেশ রোশন।

কৃষ ৪ সহ-প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ফলে প্রথমবারের মতো ওয়াইআরএফ ও রোশনদের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মক্রাফটের যৌথ কাজ হতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago