থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ কত?

থালাপতি বিজয় । ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের তামিলের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। মানুষ তাকে চেনেন থালাপতি বিজয় নামে। যে নামের সঙ্গে আছে আবার সুপারস্টার তকমা। তবে কেবল সিনেমাতে নয়, বাস্তব জীবনে বিজয় সত্যিকারের সুপারস্টার। সর্বশেষ তার রাজনৈতিক সমাবেশের পর সেটাই যেন প্রমাণিত হলো।

বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। তাই তার সম্পদের পরিমাণ নিয়ে মানুষের আগ্রহ আছে। বিভিন্ন সংবাদমাধ্যমে নানা সময়ে বিজয়ের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এখন জেনে নিন এই সুপারস্টারের সম্পদের তথ্য।

সমুদ্রপাড়ের বাংলো, টম ক্রুজের বিচ হাউস থেকে অনুপ্রাণিত

চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় কাসুয়ারিনা ড্রাইভ স্ট্রিটে বিজয়ের সমুদ্রপাড়ের বাংলোর অবস্থান। এই বাংলোর ডিজাইন টম ক্রুজের সমুদ্রপাড়ের বাড়ি থেকে অনুপ্রাণিত।

হাউজিং.কমের তথ্য অনুযায়ী, বাড়িটি আধুনিক স্থাপত্যশৈলীর। এর বাইরের দিকের সাদা রঙের সঙ্গে সমুদ্রের সৌন্দর্য যেন মিশে এক হয়েছে। বাড়িটি কেবল বঙ্গোপসাগরের অসাধারণ দৃশ্য ফুটিয়ে তোলে না। বরং এটা বিজয়ের রুচি ও সফলতার গল্প বলে।

বার্ষিক আয়

বিজয়ের আর্থিক সাফল্য তার সিনেমার চিত্রনাট্যের মতোই চমকপ্রদ। ২০১৯ সাল থেকে তিনি কলিউডের শীর্ষ আয়কারীদের মধ্যে আছেন। তার বার্ষিক আয় ১০০ থেকে ১২০ কোটি রুপির মধ্যে। এটা মূলত সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া আয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, বিজয়ের আয়ের বড় অংশ আসে ধারাবাহিক বক্স অফিস হিট ও উচ্চ-প্রোফাইলের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।

ব্র্যান্ড প্রমোশন

সিনেমার আয়ের পাশাপাশি বিজয়ের আয়ের একটি বড় অংশ আসে ব্র্যান্ড প্রমোশন থেকে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি আছে। সেখান থেকে বছরে প্রায় ১০ কোটি রুপ আয় হয়। এই এন্ডোর্সমেন্ট চুক্তি ভারতের বাজারে তার প্রভাব ও জনপ্রিয়তার প্রমাণ।

বিলাসবহুল গাড়ি সংগ্রহ

বিজয়ের বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসা সুপরিচিত। তার সংগ্রহের বহরে বেশি কিছু বিলাসবহুল গাড়ি আছে।

তার গাড়ির সংগ্রহে রয়েছে—রোলস রয়েস গোস্ট, বিএমডাব্লিউ এক্স৫ ও এক্স৬, অডি এ৮ এল, রেঞ্জ রোভার ইভোক, ফোর্ড মাস্ট্যাং, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ভলভো এক্সসি৯০।

এর মধ্যে রোলস রয়েস গোস্টের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ রুপি, অডি এ৮ এলের বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ রুপি, রেঞ্জ রোভার ইভোক ৬৫ লাখ রুপি, ফোর্ড মাস্ট্যাং ৭৪ লাখ রুপি, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ৮৭ লাখ রুপি, ভলভো এক্সসি৯০ ৮৭ লাখ রুপি।

সিনেমার পারিশ্রমিক

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় বিস্ট সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। যা ছিল রজনীকান্তের দরবার সিনেমার ৯০ কোটি রুপির চেয়ে বেশি। এই পরিসংখ্যান দেখে, বিজয়ের জনপ্রিয়তা ও বাজারমূল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আনুমানিক সম্পদ

তাহলে সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন থেকে আয়, সমুদ্রপাড়ের বিলাসবহুল বাড়ি এবং গাড়ি সংগ্রহ মিলিয়ে বিজয়ের মোট সম্পদের মূল্য কত?

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ক্যারিয়ারের প্রথম সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের করেছিলেন বিজয়। তখন পেয়েছিলেন মাত্র ৬ ডলার (প্রায় ৫০০ রুপি)।

কিন্তু এখন পরিস্থিতি একেবারে পাল্টে গেছে। জিকিউ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৭ মিলিয়ন ডলার (প্রায় ৪৭৪ কোটি রুপি)।

জিকিউয়ের তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের নীলাঙ্কারাই বিজয়ের সমুদ্রপাড়ের বিলাসবহুল বাংলোর মূল্য প্রায় ৯.৬ মিলিয়ন ডলার (৮০ কোটি রুপি)।

এছাড়া বিজয়ের আরও কয়েকটি সম্পত্তি রয়েছে তিরুভল্লুর, তিরুপোরুর, তিরুমাঝিসাই ও ভান্ডালুর এলাকায়। এসব সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ মিলিয়ন ডলার (১০০ কোটি রুপি)।

Comments