তারকাদের বিশাল দলবল প্রযোজকদের খরচ বাড়াচ্ছে: শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর । ছবি: সংগৃহীত

বলিউড সিনেমা ধারাবাহিক ব্যর্থতার সঙ্গে এখনো বক্স অফিসে লড়াই করছে। মাঝেমধ্যে ছাভা ও সাইয়ারার মতো ব্লকবাস্টার দেখা গেলেও বেশিরভাগ সিনেমাই ভরাডুবি করছে।

তবে টিকিট বিক্রি ছাড়াও প্রযোজকদের কাঁধে চেপে বসেছে আরও এক বড় দুশ্চিন্তা, তারকাদের সঙ্গে আসা বিশাল দলবলের খরচ। বছরের পর বছর আলোচনা চললেও এই প্রথা বদলায়নি। নায়ক-নায়িকাদের সঙ্গে বড়সড় টিম ভ্রমণ করে, আর তাদের সব খরচ বহন করতে হয় প্রযোজকদের।

সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

তিনি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

তার পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি পাতৌদি প্রাসাদ প্রায়ই শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। আর সেখান বিষয়টি তার নজরে পড়েছে।

তিনি বলেন, 'আমি এসব ভালোই জানি, কারণ আমরা পাতৌদি প্রাসাদ ভাড়া দিই। তারকাদের সঙ্গে থাকে সেক্রেটারি, রাঁধুনি, আবার কখনও ম্যাসাজ-থেরাপিস্ট। এভাবেই ছয়-সাতজন একসঙ্গে আসে, আর এতে প্রযোজকদের অনেক খরচ হয়।

আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়ার তথ্যমতে পাতৌদি প্রাসাদের বর্তমান মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। এটি ১০ একর জায়গাজুড়ে অবস্থিত। এখানে আছে ১৫০টি ঘর, যার মধ্যে সাতটি শোবার ঘর, সাতটি ড্রেসিং রুম ও সাতটি বিলিয়ার্ড রুম। ইফতিখার আলি খান থেকে মনসুর আলি খান পাতৌদি এটার মালিকানায় ছিলেন। আর বর্তমানে প্রাসাদের মালিক অভিনেতা সাইফ আলি খান।

শর্মিলা ঠাকুর আরও বলেছেন, এখনকার ভ্যানিটি ভ্যানগুলো হয়ে উঠেছে মর্যাদার প্রতীক।

'শুনেছি, এখনকার ভ্যানিটিতে আলাদা মেকআপ রুম, বসার ঘর, শোবার ঘর, এমনকি আলাপ-আলোচনার ঘরও থাকে। যত বড় ভ্যানিটি, তত বড় তারকার স্ট্যাটাস, এটাই নাকি নিয়ম!'

তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে আগের দিনের তুলনা করে বলেন,

'এক সময় দিলীপ কুমারজি ও ওয়াহিদা রহমানজির সিনেমা মাসের পর মাস হাউসফুল চলত। মানুষ জানত দেব আনন্দের সিনেমায় ভালো গান থাকবে… তারা সবসময় দর্শকের প্রত্যাশা পূরণ করতেন, আর প্রযোজকরা খরচের টাকা উঠিয়ে আনতে পারতেন। আমি মনে করি এখন আর তেমনটা হচ্ছে না। আমি কি ভুল বলছি?'

সত্যজিৎ রায়ের অপুর সংসারের মাধ্যমে অভিনয়ে অভিষেক ও সর্বশেষ গুলমোহরে দেখা পাওয়া শর্মিলা ঠাকুর এখনো বলিউডের শক্তিশালী কণ্ঠস্বর। তিনি সিনেমা ও তারকাখ্যাতির বিবর্তন নিয়ে অকপট মত প্রকাশ করে চলেছেন।

Comments