বিহারের জনপ্রিয় ইউটিউবার মনি মিরাজ গ্রেপ্তার

মনি মিরাজ । ছবি: সংগৃহীত

ভারতের বিহারের জনপ্রিয় ইউটিউবার মনি মিরাজকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার সন্ধ্যায় পাটনার আনিসাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মনি মিরাজের বিরুদ্ধে ভান্নু ডি গ্রেট নামের এক অভিনেত্রী ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। এই অভিযোগে উত্তরপ্রদেশের খোরা থানায় মামলা করা হয়েছে।

পাটনার গারদানিবাগ থানার ওসি প্রমোদ কুমার জানিয়েছেন, উত্তরপ্রদেশ পুলিশ স্থানীয় পুলিশের সহযোগিতায় মনি মিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রোবাবর তাকে আদালতে হাজির করা হয়, যেন ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নেওয়া যায়।

মনি মিরাজ মূলত বিহারের সাহেবগঞ্জ ব্লকের বাসিন্দা, যা মুজাফফরপুর জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে।

তিনি প্রথমে মুরগির দোকানে কাজ করতেন, পরে গ্রামীণ জীবনের ওপর ভিত্তি করে কমেডি ভিডিও বানানো শুরু করেন। তার সহজ-সরল ভঙ্গি ও আঞ্চলিক ভাষার ব্যবহারে খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন।

সম্প্রতি নিজের গ্রামে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

এমনকি ২০২৫ সালের আইপিএলে জিও সিনেমাতে ভোজপুরি ভাষায় ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে। দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে।

তাছাড়া সম্প্রতি তার ভোজপুরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়।

কয়েক সপ্তাহ আগে অভিনেত্রী ভান্নু ডি গ্রেট গাজিয়াবাদ থানায় একটি এফআইআর দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, মনি মিরাজ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে প্রতারণা করে সম্পর্ক থেকে সরে যান।

এই মামলার ভিত্তিতেই ৪ অক্টোবর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

36m ago