বলিউড অভিনেতা আসরানি মারা গেছেন

গোবর্ধন আসরানি। ছবি: সংগৃহীত

দীপাবলির দিনে মারা গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি। যিনি আসরানি নামেই বেশি পরিচিত ছিলেন।

সোমবার বিকেল ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই প্রখ্যাত অভিনেতা।

রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া আসরানি পাঁচ দশকের অভিনয় জীবনে ৩৫০টির বেশি হিন্দি, গুজরাটি ও পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন। অনেক আইকনিক সিনেমায় অভিনয় করেছেন।

'মেরে আপনে', 'চুপকে চুপকে', 'অমর আকবর অ্যান্টনি' ও 'শোলে' সিনেমায় অসাধারণ অভিনয় তাকে বলিউডের ইতিহাসে অমর করে রাখবে।

১৯৬০-এর দশকে মুম্বাইয়ে অভিনয় জগতে পা রেখে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের সেরা কৌতুকাভিনেতাদের একজন। অভিনয়ের পাশাপাশি ১৯৭৭ সালে তিনি 'চালবাজ' চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।

আসরানির মৃত্যুতে বলিউডজুড়ে নেমে এসেছে শোক। অমিতাভ বচ্চন তাকে স্মরণ করে লিখেছেন, 'অভিনয়ের এক যুগের অবসান।' ধর্মেন্দ্র বলেন, 'দীপাবলির আলো নিভে গেল।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

1h ago

Farewell

9h ago