মুক্তির প্রথম সপ্তাহে ৭৮ কোটি রুপি আয় করল ধানুশ–কৃতির ‘তেরে ইশক মে’

তেরে ইশক মে সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত 'তেরে ইশক মে' সপ্তম দিনে প্রায় ৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। তবে বুধবারের চেয়ে সিনেমাটির আয় প্রায় ১৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবারে আয় কিছুটা কমলেও সপ্তাহজুড়ে ভালোই ব্যবসা করেছে। প্রথম সপ্তাহে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপি, যার মধ্যে ২৯ কোটি এসেছে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

শনিবার থেকে নতুন সিনেমা 'ধুরন্ধর'-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে তেরে ইশক মে।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা আশা করছে, তেরে ইশক মে দ্বিতীয় সপ্তাহেও ভালো করবে ও দ্বিতীয় রোববারের মধ্যে ১০০ কোটি রুপির ঘর ছুঁতে পারে। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটি এখন পর্যন্ত ভালো করেছে।

তবে সিনেমাটির মোট ব্যবসা নির্ভর করবে দ্বিতীয় সপ্তাহের দিনগুলোতে কতটা ভালো করবে তার ওপর।

Comments