শুটিং সেটে আতঙ্কের নাম ছিলেন ওই প্রযোজক: রোশান

রোশান। ছবি: স্টার

সরকারি অনুদানের সিনেমা 'আশীর্বাদ' আগামী ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু, সিনেমাটি মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোশান ও মাহিয়া মাহি। ওই সংবাদ সম্মেলনে সিনেমাটির সহপ্রযোজক জেনিফার নায়ক রোশানকে নিয়েও অভিযোগ করেন।

সহপ্রযোজক জেনিফারের অভিযোগ নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রোশান।

তিনি বলেন, 'প্রযোজক হিসেবে তার মধ্যে পেশাদারিত্ব ছিল না। শিল্পীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন না। খাবার নিয়ে অনেক কষ্ট দিয়েছেন, পানি পর্যন্ত নিজের ঘরে তালাবন্ধ করে রাখতেন। শুটিংয়ে খাবার পানির সমস্যায় পড়তে হয়েছে অনেকবার। শুটিং সেটে আতঙ্কের নাম ছিলেন ওই প্রযোজক। প্রতিটা বিষয়ে অহেতুক মাথা ঘামাতেন।'

তিনি আরও বলেন, 'একটি শুটে মুক্তিযোদ্ধাদের চরিত্রে অভিনয়ের জন্য প্রফেশনাল শিল্পী প্রয়োজন ছিল, সেখানে গ্রামের ছোটছোট ছেলেদের এনে শুটিং করিয়েছেন। পত্রিকায় জন্য নায়ক-নায়িকার ছবির মাঝখানে থেকে ছবি তুলতে বলতেন। তিনি বলতেন, তার ছবি ছাড়া পত্রিকায় কোনো ছবি দেওয়া যাবে না। অনেক কষ্টে এই সিনেমার শুটিং শেষ করেছি।'

'সিনেমার নিম্নমানের একটি পোস্টার বানিয়েছেন। আমাদের কোনো মতামত নেওয়া দরকার মনে করেননি। এমন পোস্টার ফেসবুকে শেয়ার দিলে সবাই আমাকে খারাপ বলবে। পরিচালকের সঙ্গে নিম্ন মানের পোস্টার নিয়ে আলোচনা করেছি। সিনেমার প্রচারণা বিষয়ে কোনো ভালো পরিকল্পনা নেই তাদের। এখন পরিচালককে জোর করে আমার আর মাহির বিরুদ্ধে কথা বলাতে বাধ্য করছেন। পরিচালক সেটা আমাদের জানিয়েছেন আমাদের,' যোগ করেন তিনি।

আশীর্বাদ ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। এই সিনেমায় মাহিয়া মাহি, রোশান ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্তসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago