‘কিল হিম’ সিনেমায় শুধু অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি: অনন্ত জলিল

অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল 'কিল হিম' শিরোনামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।

অনন্ত জলিল আজ সোমবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, এই সিনেমায় একজন অভিনেতা হিসেবে অভিনয় করছি এইটুকু শুধু জানি। সিনেমায় শুধু অভিনয়ের বিষয়ে প্রযোজকের সঙ্গে আমার চুক্তি হয়েছে। যেহেতু অন্যের সিনেমা এটা নিয়ে আর কিছু বলতে পারছি না। যেদিন প্রযোজক বিস্তারিত জানাবেন সব জানতে পারবেন।'

জানা গেছে, আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে 'কিল হিম' সিনেমার মহরত হবে। অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুটিং হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় 'দিন : দ্য ডে' সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago