মারা গেছেন চলচ্চিত্র পরিচালক সালাহউদ্দীন জাকী

সালাহউদ্দীন জাকী
সৈয়দ সালাহউদ্দীন জাকী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার মৃত্যুর সংবাদটি দ্য ডেইলি স্টারকে জানান পরিচালক সমিতির উপসচিব অপূর্ব রানা।

অপূর্ব রানা বলেন, 'গতকাল সন্ধ্যায়ও পরিচালক সালাহউদ্দীন জাকী তার ধানমন্ডির বাসায় ছিলেন। সব ঠিকঠাক ছিল। রাত দশটার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।'

১৯৮০ সালে 'ঘুড্ডি' চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সালাহউদ্দীন জাকী। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

নির্মাতা পরিচয়ের বাইরেও তিনি কাহিনিকার, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪৬ সালের ২৬ আগস্ট সালাহউদ্দীন জাকীর জন্ম। তার এক ছেলে ও এক মেয়ে। তারা কানাডায় থাকেন। জানা গেছে, তাদের দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

Comments

The Daily Star  | English

ACC to get power to probe corruption by Bangladeshis anywhere, foreigners in Bangladesh

The Anti-Corruption Commission (ACC) is set to receive sweeping new powers under a proposed ordinance that will allow it to investigate corruption by Bangladeshi citizens, both at home and abroad, as well as by foreign nationals residing in the country. .The draft Anti-Corruption Commissio

48m ago