এই উপহার ভালোবাসার: পূজা চেরি

পূজা চেরি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পূজা চেরি অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'জ্বীন'। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়িকার। 

পূজা চেরি অভিনীত 'নাকফুল' সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। 

এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত 'লিপস্টিক' সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। একই পরিচালকের 'দরদিয়া' নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তার বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা 'দরদিয়া'।

পূজা চেরি। ছবি: সংগৃহীত

'দরদিয়া' সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা না আসলেই একেবারে ভিন্ন এক কাহিনী।'

তিনি বলেন, 'দরদিয়া রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনীতে। গল্পের প্রেমে পড়েই এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।'

নায়ক আদর আজাদের প্রসঙ্গে পূজা চেরি বলেন, 'আমরা একসঙ্গে ৩টি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আদর আজাদের মধ্যে অভিনয় শেখার একটা ক্ষুধা আছে যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। তাদের সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।' 

পূজা চেরি দুর্গাপূজার দশমী উদযাপন করছেন বনানী পূজা মণ্ডপে। 

তিনি বলেন, 'এবার পূজা উপলক্ষে পরিবারের মানুষদের কাছে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার  কাছে এই সব উপহার ভালোবাসার।'

'বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সব মিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো,' যোগ করেন পূজা চেরি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago