নায়ক সিয়ামের জন্মদিনে ‘জংলি’র পোস্টার

'জংলি' সিনেমার পোস্টারে সিয়াম। ছবি: সংগৃহীত

জন্মদিনে নায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমার কথা জানা গেলো। শুধু জানা নয় সঙ্গে প্রথম পোস্টারের দেখা মিলল। 

নতুন সিনেমা 'জংলি' পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে তিনি একই নায়ক অভিনীত 'শান' সিনেমাটি পরিচালনা করেছিলেন। 

'জংলি' সিনেমার পোস্টারে অন্য লুকে দেখা দিলেন সিয়াম। আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে। 

সিনেমাটিতে আর কারা অভিনয় করছেন বিস্তারিত প্রকাশ করা হয়নি।

পোস্টারে দেখা গেছে, সিয়াম পরনে লুঙ্গি, ঘাড়ে কাক বসা, ঠোঁটে পাতার বিড়ি, একহাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের জ্বলজ্বলে শিখা। অনেক রহস্যঘেরা তার চারদিক। 

সিনেমাটির পরিচালক এম রাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার পরিচালিত দ্বিতীয় সিনেমা 'জংলি'। এর আগে 'শান' সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করেছিল। নতুন সিনেমায় যেমন অ্যাকশন, রোমান্স থাকবে তেমনি থাকবে আবেগ। এই আবেগটাই বেশি ব্যবহার করেছি সিনেমার গল্পে। বাকিটা নির্মাণের পর বোঝা যাবে, কী হচ্ছে।' 

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago