‘আমার প্রথম সিনেমা তিন কন্যার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন’

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি হয়ে বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন চম্পা।

বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এই অভিনেত্রী।

নায়ককে প্রথম দেখার স্মৃতিচারণ করে চম্পা বলেন, 'নায়ক ইলিয়াস কাঞ্চনকে প্রথম দেখি গুলশানে—অনেক বছর আগে একটি শুটিং সেটে। তার বিপরীতে ছিলেন ববিতা। শুটিং দেখতে গিয়েছিলাম।'

'মনে পড়ে, আড়াল থেকে তাকে দেখেছিলাম। যাকে বলে আড়াল থেকে নায়ক দেখা আরকি। তবে তিনি এটা দেখে ফেলে হেসেছিলেন। দৃশ্যটা এখনো চোখে ভাসে।'

ঢালিউডে চম্পার পথচলা শুরু 'তিন কন্যা' সিনেমা দিয়ে। সেই সিনেমায় নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।

চম্পা বলেন, 'আমরা তিন বোন অভিনয় করেছিলাম। সেই থেকে তার সঙ্গে পথচলা শুরু হয়। দুজনে অনেক সিনেমা করেছে। মানুষ সেসব সিনেমা দেখে হেসেছে, কেঁদেছে।'

ইলিয়াস কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে চম্পা বলেন, 'ব্যক্তিজীবনে অত্যন্ত ভালো মানুষ তিনি। প্রচণ্ড ধার্মিক। কারও ক্ষতি করেননি কখনো। দেশ, সমাজ ও মানুষ নিয়ে সবসময় ভাবেন। দেশের মানুষও তাকে পছন্দ করে। আমরা যারা চলচ্চিত্রের মানুষ, তারাও পছন্দ করি তাকে।'

অভিনয় জীবনের স্মৃতি প্রসঙ্গে চম্পা বলেন, 'অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেক স্মৃতি আছে আমার। শিবলি সাদিক পরিচালিত "ভেজা চোখ" সিনেমার কথা মনে পড়ছে এখন। এটা সম্ভবত আমার পঞ্চম ছবি। মুক্তির পর অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছি। সেই ছবিটি কোটি দর্শককে কাঁদিয়েছে।'

নায়কের অসুস্থতার খবর শুনে নিজের অনুভূতি জানাতে গিয়ে চম্পা বলেন, 'হঠাৎ করে তার এতবড় অসুখের খবর শুনে কষ্ট পেয়েছি। খবর পেয়ে লন্ডনে ফোন করেছি, ভাবির সঙ্গে কথা হয়েছে। কয়েক মাস আগে ওনার বাসায় যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। ভাবি বললেন, তুমি তো এলে না বাসায়?'

তিনি বলেন, 'ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা ভীষণ ব্যয়বহুল। আমার মনে হচ্ছে, তিনি "নিরাপদ সড়ক চাই" সংগঠন নিয়ে কাজ করতে গিয়ে নিজের দিকে তেমন নজর দিতে পারেননি। হয়তো সেজন্যই সময়মতো চিকিৎসা হয়নি। আসলে জীবনের একপর্যায়ে নিজেরও যত্ন নিতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়।'

'নায়ক হিসেবে ইলিয়াস কাঞ্চন যেমন সফল, তেমনি একজন সামাজিক মানুষ হিসেবেও অনন্য। তিনি জীবনে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়েছেন, কিন্তু সবকিছুতে জয়ী হয়েছেন,' যোগ করেন তিনি।

সর্বশেষ বলেন, 'আমার একটাই চাওয়া, ইলিয়াস কাঞ্চন ভাই সুস্থ হয়ে ফিরে আসুন। আল্লাহর কাছে দোয়া করছি।'

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago