ঢাকাই চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাবে’র জন্মদিন আজ

Anwar Hossain-1.jpg
আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আনোয়ার হোসেনকে মুকুটহীন নবাব নামেই সবাই চেনেন। সামাজিক সিনেমায় অনবদ্য অভিনয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে।

আজ বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গুণী এ অভিনয়শিল্পীর জন্মদিন। ১৯৩১ সালের এ দিন জামালপুরে জন্মগ্রহণ করেন তিনি।

বেঁচে থাকলে আজ ৯৫ বছরে পা দিতেন আনোয়ার হোসেন। কিন্তু ২০১৩ সালে অনন্তলোকের পথে যাত্রা করেন তিনি।

তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তারকা অভিনয়শিল্পী ববিতা, উজ্জ্বল ও রোজিনা।

চিত্রনায়িকা ববিতা বলেন, 'আনোয়ার হোসেন অনেক উঁচু মানের একজন শিল্পী। একজন অভিনেতার যত গুণ, তার মধ্যে সব ছিল। যেকোনো চরিত্রে তিনি মানিয়ে যেতেন। আমি তাকে ডাকতাম আনু ভাই বলে। অনেকগুলো সিনেমা করেছি তার সঙ্গে। অনেক কিছু শিখেছি এই গুণী শিল্পীর কাছ থেকে।'

তিনি বলেন, 'আনু ভাই সিনেমার পর্দায় যেমন সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করতেন, ব্যক্তি জীবনেও ঠিক তেমন ছিলেন। কোনো রকম অহংকার করতেন না। আমাদের সিনেমাকে যতজন শিল্পী সমৃদ্ধ করে গেছেন, আনু ভাই তাদের মধ্যে অন্যতম একজন।'

তিনি আরও বলেন, 'দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল প্রিয় মানুষটি নেই। যেখানেই আছেন, ভালো থাকুন। তিনি মুকুটহীন নবাব। মুকুটহীন নবাবের জন্মদিনে ভালোবাসা।'

চিত্রনায়ক উজ্জ্বল বলেন, 'আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা "বিনিময়"। নায়িকা ছিলেন কবরী। প্রথম সিনেমায় পেয়েছিলাম আনোয়ার হোসেনকে। নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। সাধারণ জীবনযাপন করতেন। অথচ কী অসাধারণ ও বড় মাপের অভিনেতা ছিলেন। তাকে দেখলেই মনে হতো জাতশিল্পী।'

উজ্জ্বল আরও বলেন, 'তার মধ্যে বিনয় ছিল। শেখার ছিল অনেক কিছু। সিনেমার মানুষ ছিলেন পুরোপুরি। ঢাকাই সিনেমাকে অনেক দিয়ে গেছেন। এমন গুণী শিল্পী অনেক দিন পর পর আসেন। নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।'

চিত্রনায়িকা রোজিনা আনোয়ার হোসেন সম্পর্কে স্মৃতিচারণে বলেন, 'ঢাকার সিনেমার অভিনয়ের বটবৃক্ষ বলা যায় তাকে। জীবদ্দশায় সবাই তাকে নবাব নামে ডাকতেন। মুকুটহীন নবাবও বলতেন। এটা হয়েছিল মূলত নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার পর।'

যোগ করেন, 'সত্যিকারের সিনেমাপ্রেমী মানুষ ছিলেন তিনি। আমার মতো অনেকেই শিখেছেন তার কাছ থেকে। কোনো কোনো শিল্পী আছেন শুধুই দিয়ে যান। এই মানুষটিও তাই করে গেছেন। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।'

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

20m ago