নতুন ‘প্রিডেটর’ আসছে বাংলাদেশে

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর হলো আগামীকাল পর্দায় আসছে 'প্রিডেটর' ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র 'প্রিডেটর: ব্যাডল্যান্ডস'।

ড্যান ট্র্যাচেনবার্গ পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী মেরি এলি ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি। আগামীকাল শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও এটি মুক্তি পাবে।

বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর 'প্রিডেটর' ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি।

এরপর প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে 'প্রিডেটর ২' (১৯৯০), 'এলিয়েন ভার্সেস প্রিডেটর' (২০০৪), 'এভিপি: রিকুইয়েম' (২০০৭), 'প্রিডেটরস' (২০১০), 'দ্য প্রিডেটর' (২০১৮) ও ২০২২ সালে 'প্রেই'।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন অব 'প্রিডেটর: কিলার অব কিলারস'। সবগুলো ছবিতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago