বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে মৌ

মডেল ও নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত সাদিয়া ইসলাম মৌ। খুববেশি অভিনয় করেন না। তাকে দেখা যাবে আগামীকাল বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে। সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন মৌ।

আলী ইমরানের রচনায় 'সোনার সিন্দুক' নামের বিশেষ এই নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। প্রচার হবে আগামীকাল ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে। মৌ ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের চরিত্রবান, শিক্ষিত সন্তানরা।

রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছেন। তিনি এই জমিদার বাড়িতেই থাকতে চান। উইলের শর্ত অনুযায়ী তিনি যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারেন, তাহলেই পাবেন ট্রাস্টের টাকা ও সোনার সিন্দুক। সদ্য পরিণীতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে এলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করেন। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়েন। সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখেন তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়েন। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দুজনকে দেখতে পেয়ে চমকে যান সোহেল!

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago