ফুলের গ্রাম নিয়ে সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক ‘ফুলগাঁও’

সালাউদ্দিন লাভলু। ছবি: সংগৃহীত

শুরুটা অভিনয় দিয়ে টেলিভিশন নাটকের মেধাবী পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সালাহউদ্দিন লাভলু।

'রঙের মানুষ' ধারাবাহিক নির্মাণ করে হইচই ফেলে দেন। এরপর অনেকগুলো ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।

রঙের মানুষ ছাড়াও হাড়কিপটা, ভবের হাটসহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। অসংখ্য নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।

বর্তমানে শুটিং করছেন নতুন একটি ধারাবাহিকের। নাটকটির নাম 'ফুলগাঁও', লিখেছেন মাসুম রেজা। 

নাটকটির শেষ লটের শুটিং চলছে বলে জানান সালাহউদ্দিন লাভলু।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'ফুলগাঁও নাটকের বিশেষত্ব হচ্ছে, একটি ফুলের গ্রাম নিয়ে এই নাটকের গল্প, যে গ্রামের সবাই ফুল চাষ করে। কেউ ফুল বাগানে কাজ করে। মোট কথা, গ্রামের সবাই কোনো না কোনোভাবে ফুলচাষের সঙ্গে যুক্ত।'

তিনি আরও বলেন, 'মাসুম রেজা খুব যত্ন করে নাটকটি লিখেছেন। তার সঙ্গে অনেক কাজ করেছি। "ফুলগাঁও" নাটকের গল্পটাও অন্যরকম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।'

সালাহউদ্দিন লাভলু বলেন, 'ফুলগাঁও নাটকের অনেকগুলো পর্ব শুটিং করেছি। আগামীকাল এই লটের শুটিং শেষ করব। আগামী সেপ্টেম্বরে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।'

ফুলগাঁও নাটকটি কত পর্বে শেষ হবে? তিনি বলেন, 'শত পর্ব তো হবেই। দেখা যাক দর্শকরা কতটা গ্রহণ করেন।'

নিজের পরিচালিত নাটকে অনেক সময় অভিনয় করলেও, 'ফুলগাঁও' নাটকে অভিনয় করছেন না সালাউদ্দিন লাভলু। 

এতে অভিনয় করছেন রহমত আলী, তুষার খান, রওনক হাসান, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, জয়রাজ, সোহেল খান, আরফান আহমেদ প্রমুখ।

৪০ বছর ধরে দেশের নাট্যাঙ্গনের সঙ্গে জড়িত সালাহউদ্দিন লাভলু। নাটক পরিচালনাও করছেন অনেক বছর ধরে। একসময় আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন।

তার পরিচালিত 'মোল্লাবাড়ির বউ' সিনেমাটিও ব্যাপক আলোচিত হয়েছে ।

এখনকার সময়ে নাটক পরিচালনাকে কীভাবে দেখেন? সালাহউদ্দিন লাভলু বলেন, 'সময় পাল্টে গেছে। আগে যাদের নিয়ে কাজ করতাম, যেভাবে কাজ করতাম, সেই মূল্যবোধটাই নেই। আগে ২০-২৫ জনের বড় টিম নিয়ে নাটক পরিচালনা করতাম। কারো শিডিউল পেতে সমস্যা হয়নি, কাজ করতেও সমস্যা হয়নি। কিন্তু এখন হচ্ছে। তাই ভাবতেও হচ্ছে অনেক।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago