কবিতার মতোই চলছে জীবন: শানু

শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত

শোবিজে পথচলা শুরুর আগে ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হন শানারেই দেবী শানু। সেই থেকে ধারাবাহিকতা ধরে রেখে অভিনয় করে যাচ্ছেন।

শানুর ব্যস্ততা মূলত নাটকে হলেও একটি সিনেমাতেও দেখা গেছে তাকে।

মাঝে প্রায় এক বছর বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন সোহেল আরমান পরিচালিত 'জল জোছনা' ধারাবাহিকের জন্য। বেশ কয়েকটি পর্বের কাজও এগিয়ে গেছে। এই ধারাবাহিকে তাকে দেখা যাবে 'কাজল' চরিত্রে।

শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত

পরিচালকের বিষয়ে শানু বলেন, 'সোহেল আরমানের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা প্রত্যেকেই চরিত্র হয়ে উঠছি। এটা খুব ইতিবাচক দিক।'

তিনি বলেন, 'এই ধারাবাহিকের নাট্যকারও সোহেল ভাই। তার স্ক্রিপ্টের বিষয়টি দারুণ। "জল জোছনা" নাটকে শুটিংয়ের অভিজ্ঞতাও অনেক ভালো।'

পরিচালনা ও স্ক্রিপ্ট লেখার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন সোহেল আরমান।

মাঝে প্রায় এক বছর বিরতি নেওয়ার বিষয়ে জানতে চাইলে শানু বলেন, 'মনে হয় এক বছর অনেক কিছু থমকে ছিল। এখন কাজ হচ্ছে নতুন উদ্যমে। পরিবেশও ভালো হয়েছে।'

শানু এর আগে সবশেষ শুটিং করেছিলেন দীপ্ত টিভির 'জবা' ধারাবাহিকে।

শুধুমাত্র 'মিস্টার বাংলাদেশ' সিনেমায় অভিনয় করেছেন শানু। সিনেমায় তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে বলেন, 'আসলে হয়ে উঠেনি। বড় কোনো কারণ নেই। টেলিভিশনের জন্য অনেক নাটক করেছি। অভিনয় ভালোবাসি। তাই যেখানে কাজের সুযোগ পেয়েছি, করে যাচ্ছি।'

শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে পদচারণ ২০ বছরের। এই দীর্ঘ সময়ের পাওয়া না পাওয়ার প্রসঙ্গ উঠেতেই শানু বললেন, 'প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে চাই না। জীবন মানে ভ্রমণ। এর মাঝে সুখ-দুঃখ থাকবে। অভিনয় করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই অনেক।'

সংসার জীবন কেমন চলছে? এর জবাবে শানু বলেন, 'আমি ও আমার স্বামী দুজনেই কবিতা লিখি। দুজনেই কবিতার মানুষ। কবিতার মতোই চলছে আমাদের জীবন।'

এ পর্যন্ত শানুর লেখা ১৭টি উপন্যাস, কবিতার বই প্রকাশিত হয়েছে। সর্বশেষ একুশে বই মেলায় তার লেখা একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

'লেখালেখি করতে পছন্দ করি, ভালোবাসি। আগামী বই মেলার জন্যও নতুন উপন্যাস লিখছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Election Commission has proposed stricter amendments to the election law

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

10h ago