অভিনয়ই বেশি টানে: কেয়া পায়েল

অভিনয় নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি গায়ক ইমরানের গানের মডেল হয়েছেন তিনি। এছাড়া দেশের বাইরে নেপালে একটি নাটকের শুটিংও করেছেন।
গানটির অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, 'ইমরান নিঃসন্দেহে ভালো গায়ক। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। সুন্দর লোকেশনে শুটিং হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।'
অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, 'অভিনয়ই বেশি টানে আমাকে। অভিনয়ই মন দিয়ে করতে চাই। অভিনয় ভালোবাসি। তাই অভিনয় নিয়ে স্বপ্নটা বেশি দেখি।'

সম্প্রতি তানিম রহমান অংশুর পরিচালনায় একটি নাটকের শুটিং করতে নেপাল গিয়েছিলেন কেয়া পায়েল। তিনি বলেন, 'নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প ও পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি।'
বর্তমানে ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, 'শুটিং করছি। ভালো গল্পনির্ভর কিছু নাটক করছি। ভিন্ন ভিন্ন গল্প ও ব্যতিক্রমী চরিত্র আমাকে টানে।'
অভিনয়ের বাইরে আর কী তাকে টানে—এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে কেয়া পায়েল বলেন, 'বেড়াতে ভালোবাসি—ভ্রমণ আমাকে টানে। দেশের মধ্যে ঘুরতে যেমন পছন্দ করি, দেশের বাইরেও ঘুরতে পছন্দ করি।'
অল্প কয়েক বছর আগে শোবিজে আসেন কেয়া পায়েল। এ পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি, যার বেশ কয়েকটি দর্শকপ্রিয়তা পেয়েছে।

অভিনয় ক্যারিয়ারে অনেক নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি। প্রিয় জুটি সম্পর্কে কেয়া পায়েল বলেন, 'এককভাবে কেউ নন। সবার বিপরীতে অভিনয় করতেই ভালোবাসি। সবাই যার যার দিক থেকে ভালো অভিনয় করেন। আমরা সবাই একটি পরিবারের মতো।'
অভিনয়ের পাশাপাশি পার্লার ব্যবসার সঙ্গেও জড়িত হয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে কেয়া পায়েল বলেন, 'এটা নিয়ে অনেকদিনের স্বপ্ন ছিল। স্বপ্ন থেকেই কাজটি শুরু করেছি।'

নিজের অভিনীত নাটক দেখা প্রসঙ্গে তিনি বলেন, 'দেখি। প্রচার হওয়ার সময় দেখতে পারি না, কিন্তু পরে ঠিকই দেখে নিই। নিজের কাজ দেখা উচিত। তাহলে ভুলগুলো ধরা পড়ে।'
অভিনয় নিয়ে স্বপ্নের কথা জানাতে গিয়ে কেয়া পায়েল বলেন, 'অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দর্শকরা আমাকে ভালোবাসেন। কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই।'
Comments