ফারিণের ‘নিঃশ্বাস’

ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ওটিটি প্লাটফর্ম চরকীতে আসছে রায়হান রাফী পরিচালিত ও তাসনিয়া ফারিণ অভিনীত অরিজিনাল ফিল্ম 'নিঃশ্বাস'।

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় এটি  মুক্তি পাবে।

এরই মধ্যে ১ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেইলারে রহস্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় দেখা গেছে ফারিণকে। হাসপাতালে কয়েকটি পরিবার ও কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই দেখা গেছে সেখানে।

এতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, সোলাইমান খোকা, দিলারা জামান, নীল হুরেজাহান, অশোক ব্যাপারী, হামিদুর রহমান, কামরুজ্জামান তাপু, ফরহাদ লিমন, ফারজানা ছবি, আনোয়ার হোসেন, পূর্ণিমা বৃষ্টি, মাসুম রেজওয়ান, রুশো শেখ প্রমুখ।

ফারিণ
‘নিঃশ্বাস’-এ তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাজটা করার জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। ফাইট ও অস্ত্র প্রশিক্ষণ নিতে হয়েছে।'

'চরিত্রটি বিশ্বাসযোগ্য করানো আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল' উল্লেখ করে তিনি আরও বলেন, 'প্রথমবারের মতো আমি এমন চরিত্রে অভিনয় করেছি যা আমার বাস্তবতার সঙ্গে মিলে না।'

'নিঃশ্বাস'র গল্প খুব সাহসী বলেও মন্তব্য করেন 'কারাগার'-অভিনেত্রী।

তার মতে, ওয়েব ফিল্মের গল্প-চরিত্রগুলো খুবই ধূসর। 'সহানুভূতি নিয়ে দেখলে দর্শক গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারবেন,' যোগ করেন তিনি।

পরিচালক রায়হান রাফী ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত "নিঃশ্বাস" আমার সবচেয়ে নিরীক্ষণধর্মী কাজ। আমার সব ছবি থেকে এর নির্মাণ-শৈলী-ধরন সবই আলাদা। আশা করি, দর্শকদের ভালো লাগবে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago