ক্রিকেট খেলা দেখে সময় কাটান প্রবীর মিত্র

প্রবীর মিত্র। স্টার ফাইল ছবি

ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। বর্তমানে তার সময় কাটে বাসার মধ্যে। বাসার বাইরে খুব একটা বের হন না। মাঝে মাঝে ফিজিওথেরাপি দিতে বাইরে যেতে হয়। এছাড়া পুরোটা সময় ঘরের ভেতরে সময় কাটে তার।

প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবা আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তবে, এখনো হাঁটাচলা করতে পারেন না। নাতি ঈশানের সঙ্গে গল্প করেন, সময় কাটাতে পছন্দ করেন। তখন মনে হয় বাবা যেন বাবা ছোলেবেলায় ফিরে গেছেন। আগে বই পড়তেন। এখন বয়সের ভারে পড়তে পারেন না। পত্রিকায় চোখ বুলিয়ে নেন কিছুটা।'

তিনি আরও বলেন, 'ক্রিকেট খেলা বাবার ভীষণ প্রিয়। ক্রিকেট খেলা দেখে সময় কাটান। খেলা শুরু হলে বাবার মন ভালো থাকে।'

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত ও গুণী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা ফিল্মম্যানখ্যাত অভিনেতা প্রবীর মিত্র একসময় ক্রিকেট খেলতেন ঢাকার প্রথম বিভাগে। এছাড়া হকিও খেলতেন তিনি। খেলা ও অভিনয় তাকে নেশার মতো পেয়ে বসে স্কুলজীবনে। স্কুলে পড়ার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রথম অভিনয় করেন।

তার আলোচিত সিনেমার মধ্যে আছে- তিতাস একটি নদীর নাম, পুত্রবধূ, নয়নের আলো, জলছবি, জয় পরাজয়, রঙিন সিরাজউদ্দৌলা, তাসের
ঘর, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিল, দহন, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, হারানো সুর ইত্যাদি।

সোনিয়া বলেন, 'বাবার জন্য সবার কাছে আশীর্বাদ চাই। তিনি ভালো থাকুন এটুকুই চাওয়া আমাদের।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago