‘এখনও কিংবদন্তি শিল্পী হতে পারিনি’

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর। স্টার ফাইল ফটো

দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আসাদুজ্জামান নূর।

মুক্তিযুদ্ধ নিয়ে 'জয় বাংলা ধ্বনি' চলচ্চিত্রটির শুটিং শুরু হবে আগামী ১ নভেম্বর।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে কথা বলেন আসাদুজ্জামান নূর।

খ্যাতিমান এই অভিনেতা বলেন, 'আমি এখনও কিংবদন্তি শিল্পী হতে পারিনি। এই শব্দটি বহু ব্যবহারে মলিন হয়ে গেছে। আমি মনে করি এর ব্যবহার কম করাই ভালো। আমার দৃষ্টিতে কিংবদন্তি শিল্পী বলতে গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেনদের বুঝি। অত বড় মাপের শিল্পী আমি হতে পারিনি।'

তিনি আরও বলেন, 'রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে অভিনয় কম করতে হচ্ছে। অভিনয়ের জন্য সময় বের করাটা কঠিন হয়ে পড়েছে। তাই অভিনয় এখন করি না বললেই চলে। তবে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে এই ছবিতে অভিনয় করার। আগে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উঠে আসত না। কিন্তু এখন বিভিন্নভাবে উদ্যোগ নেয়া হয়েছে। অনেক নবীন নির্মাতা সঠিক তথ্য তুলে ধরছেন। এতে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করতে পারছি।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান, সিনেমার পরিচালক খ ম খোরশেদ, নিরবসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Venezuela's Maria Corina Machado wins 2025 Nobel Peace Prize

Wins for her 'tireless work promoting democratic rights for the people of Venezuela'

10m ago