মাল্টিপ্লেক্সেই ‘হাওয়া’র ১৪ কোটি টাকার ব্যবসা

হাওয়া সিনেমার কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে 'হাওয়া' সিনেমাটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। প্রথমে ২৪টি প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।

মুক্তির পর সিনেমাটি প্রতি শুক্র ও শনিবার এখনো হাউজফুল চলছে মাল্টিপ্লেক্সগুলোতে। জানা গেছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে 'হাওয়া' সিনেমার ১৪ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।। একই মাসে মুক্তিপ্রাপ্ত 'পরাণ' সিনেমার চেয়ে এগিয়ে। পরাণ মাল্টিপ্লেক্সে ১০ কোটি টাকার টিকিট বিক্রি করেছে।

মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সে, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্রগ্রামের সিলভার স্ক্রিন। এই ৪ মাল্টিপ্লেক্সের বিপণন কর্মকর্তারা নাম প্রকাশ করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

ছবি: সংগৃহীত

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই।

সিনেমাটির 'সাদা সাদা, কালা কালা' গান প্রকাশের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সব শ্রেণির মানুষের কাছে এখন পছন্দের শীর্ষে গানটি। গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

23m ago